Walton ব্র্যান্ডের মালিক হছে R.B গ্রুপ এবং এটি R.B গ্রুপ দ্বারা পরিচালিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে।বর্তমানে Walton এর সারাদেশে প্রায় ১০০ টির বেশী সার্ভিস পয়েন্ট রয়েছে। Walton Mobile বাংলাদেশ এর দেশীয় ব্র্যান্ড গুলোর মধ্যে একটি।
আজ আমি Walton Primo RX2 নিয়ে আলোচনা করব। বাজার এর মূল্য হছে ১৫৫০০ টাকা। হেক্সাকোর প্রসেসরের Primo RX2 বাজারে থাকা অন্যান্য স্মার্টফোন থেকে বেশ এগিয়ে রয়েছে।
এই মোবাইল সেটটি রিলিজ হয় ২০১৪ সালে।এটি ১.৫ গিগাহার্টজের হেক্সাকোর প্রসেসরসমৃদ্ধ নতুন এই স্মার্টফোন।১ গিগাবাইটের রাম, অপেক্ষাকৃত শক্তিশালী মালি-৪৫০ জিপিউ, তেমনি রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। Primo RX2 এর ও এস হল অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট যা দেশের বাজারে আসা ওয়ালটনের প্রথম স্মার্টফোন।এই ফোনে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে স্মার্ট কভার টেকনোলোজি। এই ফোনের অন্যতম বিশেষ দিক হলো এতে প্রথমবারের মতো Anti Theft এর মতো নিরাপত্তা ফিচার যুক্ত করা হয়েছে।এই ফিচারের সাহায্যে ব্যবহারকারী তার ফোন হারিয়ে গেলে দূর থেকেই ফোন লক, ডাটা মুছে ফেলা প্রভৃতি কাজ সম্পন্ন করতে পারবেন।এই ফোনের গেমিং পারফরম্যান্স সন্তোষজনক।
Primo RX2 স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচারসমুহ:
• অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম
• ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে
• ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
• ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
• ১ গিগাবাইটের রাম
• মালি ৪৫০ জিপিউ
• ১.৫ গিগাহার্টজ গতির হেক্সাকোর প্রসেসর
• ডুয়েল সীম
• ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
• ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা
• ২,২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী
Primo RX2 এর ভালো লাগার দিকসমূহঃ
• আপগ্রেডেড অপারেটিং সিস্টেম
• আকর্ষণীয় ডিজাইন
• মালি ৪৫০ জিপিউ
• দ্রুতগতির প্রসেসর
• ভালো ক্যামেরা পারফরম্যান্স
সীমাবদ্ধতাঃ
Primo RX2 স্মার্টফোনটিতে উল্লেখযোগ্য কোন সীমাবদ্ধতা নেই। তবে এতে মিডিয়াটেক চিপসেট ব্যবহার না করে কোয়ালকমের শক্তিশালী চিপসেট ব্যবহার করা হলে এর পারফরম্যান্স হয়তো আরো উন্নত হতো। এছাড়া এর ব্যাটারীটা আরেকটু অধিক মিলিঅ্যাম্পিয়ারের হলে ব্যবহারকারীদের বেশ সুবিধা হতো।
বর্তমানে Walton Mobile এর অনেক মোবাইল ফোন বাজারে আছে।
আমার লেখাটি ভালো না লাগলে দয়া করে ক্ষমা করবেন। আর মতামত অবশ্যই জানাবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬