আজ আমি ৩ ধরনের টিভি টিউনার কার্ডের ব্যাপারে আলোচনা করব।সাধারনত যাদের টিভি কেনার মত বাজেট নেই তাদের জন্য টিভির সেরা বিকল্প হল টিউনার কার্ড।আমরা বাজারে ৩ ধরনের টিভি টিউনার কার্ড দেখতে পাই।এই ৩ ধরনের টিভি টিউনার কার্ড গুলো হল :
• ইন্টারনাল টিভি টিউনার কার্ড
• এক্সটার্নাল টিভি টিউনার কার্ড
• USB টিভি টিউনার কার্ড
আমরা অনেক সময় কোন ধরনের টিভি টিউনার কার্ড কিনব তা নিয়ে অনেক বিভ্রান্তিতে থাকি।কিন্তু প্রকৃতপক্ষে এই ৩ ধরনের টিভি টিউনার কার্ডের কাজ এক।শুধু আপনার ব্যক্তিগত চাহিদার উপর নির্ভর করবে আপনি কোনটা কিনবেন। বাজারে বেশকিছু ব্র্যান্ডের টিভি টিউনার কার্ড পাওয়া যায়।এদের মধ্যে AVerMedia অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড।বাংলাদেশে বেশ কিছু মডেলের AVerMedia এর টিভি টিউনার কার্ড রয়েছে। AVerMedia এই ৩ ধরনের টিভি টিউনার কার্ড তৈরী করে থাকে।
• ইন্টারনাল টিভি টিউনার কার্ড: ইন্টারনাল টিভি টিউনার কার্ডের জন্য একটি কম্পিউটার আব্যশক।কারণ ইন্টারনাল টিভি কার্ড কম্পিউটারের মাদার বোর্ডের PCI or PCI Express slot এর সাথে সংযুক্ত থাকে।ইন্টারনাল টিভি টিউনার কার্ড এর সুবিধা হল এটি বাড়তি কোন স্থান দখল করে না।আর যারা টিভি ও কম্পিউটার এক সাথে ব্যাবহার করেন তাদের জন্য ইন্টারনাল টিভি টিউনার প্রযোজ্য।কিন্তু ইন্টারনাল টিভি টিউনার কেনার আগে তা কম্পিউটারের হার্ডওয়্যার কনফিগারেশনের সাথে মিলবে কিনা তা দেখে নিতে হবে।এর সাথে software CD দিয়ে দেওয়া হয়।
• এক্সটার্নাল টিভি টিউনার কার্ড : এক্সটার্নাল টিভি টিউনার কার্ড সরাসরি মনিটর এর VGA cable এর সাথে সংযুক্ত করতে হয়।এর জন্য কোন কম্পিউটারের প্রয়োজন হয় না। বেশীর ভাগ টিভি টিউনার কার্ডে বিল্ট ইন স্পিকার থাকে না।তাই আলাদা স্পিকারের প্রয়োজন হয়।
• USB টিভি টিউনার কার্ড : USB টিভি টিউনার কার্ড ইন্টারনাল ও এক্সটার্নাল টিউনার কার্ডের interface থেকে একদম ভিন্ন।কম্পিউটার ও ল্যাপটপের USB port এর ম্যাধ্যমে ব্যবহার করা যায়।সেক্ষেএে USB টিভি টিউনার কার্ডের সাথে software CD দিয়ে দেওয়া হয়। USB টিভি টিউনার কার্ডের বহনযোগ্যতা অনেক বেশী এবং আয়তনের দিক থেকে একটি pen drive এর মত।তাই খুব সহজে বহন এবং যেখানে সেখানে কম্পিউটার ও ল্যাপটপের সাথে ব্যবহার করা যায়।
এটি আমার প্রথম লেখা। ভালো না লাগলে দয়া করে ক্ষমা করবেন। আর মতামত অবশ্যই জানাবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০১