আজ আমরা আমাদের সীমানা ছাড়িয়ে মহাকাশে - ডিজিটাল বাংলাদেশ ! - জয় বাংলাদেশ !!
কিন্তু আমাদের রাস্তার একটাও সিগন্যাল লাইট কাজ করছে না ! (এনালগ) - জয় বাংলাদেশ !!
ঘরে ঘরে ইন্টারনেট, হাতে হাতে স্মার্ট ফোন - জাতি ডিজিটালি শিক্ষিত হচ্ছে - জয় বাংলাদেশ !!
কিন্তু ভুলে যাচ্ছে, আদব কায়দা, গুরু জনের ভক্তি, মানুষে মানুষে সহানুভূতি !! - জয় বাংলাদেশ !!
সারা দুনিয়ায় আজকে রবোটিক্স নিয়ে মাতামাতি - আর আমাদের স্কুল কলেজের প্রশ্ন ফাঁস !! (what a bas!) - জয় বাংলাদেশ !!
স্কুলের বাচ্চাদের ওজনের ৮ গুন ওজনের ব্যাগ টানছে - হাই ফাই ইউনিভার্সিটি তে পড়ে হয় মাদকের নেশায় বিভোর আর না হয় জঙ্গিবাদি হচ্ছে - জয় বাংলাদেশ !!
সারা দুনিয়া যেখানে অর্গানিক উৎপন্নতে মাথার ঘাম পায়ে ফেলছে - সেখানে আমাদের ফলে রাসায়নিক মেশানো হচ্ছে !
খাবারের দোকানে পচাবাসি, মেয়াদ উত্তীর্ণ পণ্য অনায়াসে খাইয়ে দিচ্ছে - জয় বাংলাদেশ !!
বাংলাদেশ অনুন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে - রাস্তায় লাখ লাখ দামি গাড়ি গুলো দেখলেই অনুমান করা যায় - জয় বাংলাদেশ !!
লাভের লাভ হয়েছে - হাজারও ভাঙ্গা রাস্তায় ঘন্টার পর ঘন্টা গরমে এসির ঠান্ডা হাওয়া খাওয়া যাচ্ছে - জয় বাংলাদেশ !!
বাবার জীবন রাস্তায়ই সুরু রাস্তায়ই শেষ, সন্তান হয়তো বাবার চেহারাও ভুলে যাচ্ছে, তাতে কি, বাবা রাস্তায় এসি খাচ্ছে ! - জয় বাংলাদেশ !!
মাথা পিছু আয় নাকি ১০০০ ডলার ! এখনও অনেক চাষি, জেলের মুখে ৩ বেলা খাবার উঠে না ! - জয় বাংলাদেশ !!
এগ নুডুলে এগ নেই, বাড়িতে পানি নেই, গ্যাস নেই, অনেকের তো ভিটে মাটিই নেই, কিন্তু ডিজিটাল বাংলাদেশ - জয় বাংলাদেশ !!
=================================================================
এ রকম হাজারো কমপ্লেইন করতে পারবো, কিন্তু তাতে কি বা যাবে আসবে ? কোন কিছুর কি কোন পরিবর্তন হবে ? হা হবে তো বটেই, কখনই অনিয়ম, অন্যায়, খারাপ সারা জীবন চলতেই থাকবে এটা সম্ভব না, সব কিছুরই একটা শেষ থাকে। কথায় এর শেষ এইটা আমার বিষয়বস্তু নয়। এমন কি করে হল সেটাই আমি ভাবছি দিনের পর দিন। অনেক ভাবার ফসল মাত্র একটা শব্দ "ভালবাসা" !!
কি অবাক হচ্ছেন ?? এই একটা শব্দ কি করে দায়ি হতে পারে ভেবে ?
ভেবে বের করতে পরেন কি না দেখুন তো ?? পারলে কমেন্টে সেয়ার করলে খুশি হব ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ দুপুর ২:২৩