পুর্নজন্ম কি আসলেই সম্ভব? নানান ধর্মে এই নিয়ে আছে হরেক রকম তর্ক-বিতর্ক। পুনর্জন্ম সম্ভব না হলেও কথায় আছে, একই রকম চেহারার ৭জন মানুষ নাকি থাকে পৃথিবীতে। আসলেই কি তাই? প্রকৃতি একই ছাঁচে তৈরি করছে বহু বছর পর একই ধরণের মানুষ? না হলে এতো এতো বছর পরেও কীভাবে মিলে যাচ্ছে দুটি মানুষের চেহারা একদম হুবহু? আসুন, আজ দেখি এমন কিছু বিখ্যাত মানুষ ও তাঁদের “আগের জন্মের” চেহারাটিকে। এখন এটাকে পুনর্জন্ম বলবেন না কেবলই কাকতালীয় চেহারার সাদৃশ্য, সেটা না হয় আপনিই ভেবে ঠিক করুন। তালিকায় প্রথমেই আছেন ফেসবুকের স্রষ্টা মার্ক জাকারবার্গ!
১. জনি ডেপ কি আগের জন্মে জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ের ছিলেন?
২. কুইন লতিফাই কি এ জন্মে জোরা নিল হার্স্টোন?
৩. নিকোলাই গ্রেগোরাসকি জন্মেছেন অরলেন্ডো ব্লুম হয়ে?
৪. নিকোলাস কেইজ ছিলেন গৃহযুদ্ধের যুগের কোন একজন?
৫. কিয়ানু রিভস ১৮৭৫ সালের জীবনে ছিলেন কোন সম্ভ্রান্ত শাসক?
৬. পল রিভেয়ার – ও জ্যাক ব্ল্যাক
৭. ব্রুস উইলিস এবং WWII জেনারেল ডগলাস ম্যাকআর্থার দুই জীবনের একই রকম দুই জন
৮. ক্রিস্টিয়ান বেইল আঠারো শতকের জীবনে দেখতে যেমন ছিলেন
৯. লিওনার্দো ডি ক্যাপ্রিও কি আগের জন্মে জন্মেছিলেন জুডি জিপার নামের এক তরুণী হয়ে?
১০. কোনান অ’ব্রায়েন এবং মার্শাল হেনরি টুইটচেল
১১. এডি মারফি- আগের শতকে যেমন ছিলেন
১২. ফেইসবুকের রাজা মার্ক জুকেরবার্গ আগের জন্মে ছিলেন স্পেনের রাজা চতুর্থ ফিলিপ?
১৩. পোপ নবম জর্জ-ই কি জন্মেছেন সিলভেস্টার স্ট্যালন হয়ে?
১৪. ম্যাগি জিলেনহোল এবং রোজ ওয়াইলডার লেন
১৫. ব্র্যাড পিট এবং হারমান রস্বাক একই ছাঁচে তৈরি দুইজন?
১৬. জেনিফার লরেন্স এবং তার জমজ মিশরীয় অভিনেত্রী জোবাইদা তাওরাত
১৭. জ্যাক গেলিফিনাকিস এবং লুইস ভুইটন
১৮. Diego Velazquez কি তাঁর “Portrait of Sebastián de Morra” এঁকেছিলেন Peter Dinklage কে দেখেই?
১৯. মাইকেল জ্যাকসন তার মুখের প্লাস্টিক সার্জারি কি এই ছবি দেখেই করিয়েছিলেন?
২০. টমি লি জোনস এবং এন্ড্রু জনসন
[Collected]
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৬