১| মৃত্যুর পরে শরীরের কোন কোন অঙ্গ কতক্ষন জিবীত থাকে???
চোখ – ৩১ মিনিট
মস্তিষ্ক – ১০ মিনিট
পা – ১ ঘন্টা
চামড়া – ৫ মিনিট
হাড় – ৩০ দিন
২| শুধু মানুষ এবং কোয়ালার হাতের ছাপ ইউনিক বা অনন্য, যা একজনের সঙ্গে অন্যজনের মিলবে না।
৩| সারা দিনে একটি হাতির মাত্র দু ঘন্টা ঘুমালেও চলে। অন্যদিকে একটি সিংহ (বিশেষ করে পুরুষ সিংহ) দিনে প্রায় ২০ ঘন্টা ঘুমিয়ে কাটায়।
৪| চোরাবালিতে গাধা ডুবে যায় কিন্তু খচ্চর ডুবে না!
৫| সুস্থ স্বাভাবিক মানুষের শরীরের সব রক্ত শুষে নিতে ১২ লাখ মশাই যথেষ্ট!
৬| শীতকালে হাতের নখ দ্রুত বাড়ে!
৭| মৌমাছিই একমাত্র প্রতঙ্গ যার তৈরি খাদ্য মানুষ সরাসরি গ্রহন করে!!
৮| মধুই একমাত্র খাবার যাতে জীবনে বাঁচার জন্য প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে!! যেমন, এনজাইম, ভিটামিন, মিনারেল, এবং পানি।।
৯| মধু হলো একমাত্র খাবার যাতে “পিনোকেমব্রিন” নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।। এই অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেইনের কার্যক্ষমতা বাড়ায়!!
১০| মানুষ বাদে ব্লাড হাউন্ডই (কুকুর) একমাত্র প্রাণী, যার সাক্ষ্য মার্কিন আদালতে গ্রহণযোগ্য!!
১১| যুক্তরাষ্ট্রের কোন অফিশিয়াল ভাষা নেই।
১২| কাচের গ্লাস ভেঙ্গে যাওয়ার মুহুর্তে ভাঙ্গা কাচের টুকরাগুলো ছড়িয়ে পড়ে ঘন্টায় তিন হাজার মাইল গতিতে!!
১৩| একটি বৃষ্টির ফোটা ঘন্টায় ২২ মাইল প্ররযন্ত বেগে মাটিতে পড়তে পারে।
১৪| মূলত সূর্যের উত্তাপ থেকে বাঁচতে ছাতা উদ্ভাবিত হয়, বৃষ্টির হাত থেকে নয়!!
১৫| স্টারফিস বা তারামাছের কোন মস্তিষ্ক নেই!!
১৬| জিরাফ একমাত্র প্রাণী, যার জন্মের সময়ই শিং থাকে।
১৭| ঠান্ডা পানির চেয়ে গরম পানি দ্রুত বরফে পরিণত হয়।
১৮| আকারে ছোট হলেও মাত্র এক রাতে একটি ইঁদুর প্রায় ২৮০ ফুট লম্বা গর্ত তৈরি করতে পারে।
১৯| শামুক একনাগাড়ে প্রায় এক হাজার ১০০ দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে।
২০| গরুর দুধের রঙ সাদা নয় বরং কিছুটা হলুদাভ। এর কারণ, এতে অন্যান্য দুধের তুলনায় অধিক পরিমাণে রিবোফ্লোবিন বা ভিটামিন বি২ থাকে।
২১| তেলাপোকা দেখে আমরা অনেকেই ভয় পাই!! বিশেষ করে মেয়েরা!! অবশ্য এটা একটা ভয়পাবারই মত প্রাণী কারণ এটা মাথা বিহীন অবস্থায় এক সপ্তাহ বেঁচে থাকতে পারে!! (বাপরে!!!) শুধু তাই না এর হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা ১৩ টি (যে খানে ব্যাঙ্গের মাত্র ৩টি)!! একমাত্র এই প্রানীটিই সেই ডাইনোসরের আমল থেকে এখন পর্যন্ত টিকে আছে!! এখন চিন্তা করেন এই সাদা রক্তের অদ্ভুদ প্রণী কে ভয় পাবেন না কেন.........!!!
২২| অক্টোপাসের চোখের মনি আয়াতাকার। যার ফলে পানির নিচে এটি পরিষ্কার দেখে না।
২৩| অক্টোপাসের হৃৎপিণ্ডের সংখ্যা ৩ টি।
২৪| হাঙর কীভাবে মাছ শিকার করে জানেন? তীক্ষ্ণ শ্রবণ শক্তির সাহায্যে এটি অন্য মাছের হৃৎকম্পন শুনতে পায়।
২৫| হাঙর হলো একমাত্র মাছ যা দুই চোখের পাতাই বন্ধ করতে সক্ষম!!
২৬| অল্প আলোয় কিংবা প্রবাহমান পানিতে রাখলে গোল্ড ফিশের রঙফিকে হয়ে আসে।গবেষণায় দেখা গেছে উষ্ণ পানিঅপেক্ষা ঠান্ডা পানিতে গোল্ড ফিশের স্মরণশক্তি ভাল।
২৭| বাচ্চা অবস্থায় একটি মানুষের মস্তিস্কের ওজন থাকে ৩৫০-৪০০ গ্রাম। প্রাপ্তবয়স্ক অবস্থায় যা বেড়ে হয় ১৩০০-১৪০০ গ্রাম !
২৮| মস্তিস্কের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ৭৫০ এম.এল রক্ত সঞ্চালিত হয়,যা হৃৎপিণ্ড থেকে সঞ্চালিত রক্তের প্রায় ২০% !
২৯| জাগ্রত থাকা অবস্থায় মস্তিস্ক প্রায় ২৫ ওয়াট পাওয়ার সৃষ্টি করে,যা একটি লাইট বাল্ব জালানোর জন্য যথেষ্ট |
৩০| টাইটানিক তো আমরা কম বেশি সবাই দেখেছি। কিন্তু টাইটানিকে অঙ্কিত কেট উইন্সলেটের স্কেচ করা ছবিটি কে অঙ্কন করেছিলো জানেন? না জানলে জেনে নিন ছবির পরিচালক জেমস ক্যমেরন!!
৩১| আপনি জানেন কি, বাচ্চারা অন্যান্য সময়ের চেয়ে বসন্তকালে দ্রুত বড় হয়??
৩২| শীতকালে অ্যাজমার প্রকোপ বাড়ে । তাই অ্যাজমার আক্রমণের সময় পানি পান করলে আরাম পাওয়া যায়...
৩৩| Ice-cream তো কতই খেয়েছেন কিন্ত জানেন কি Ice-cream চাইনিজ খাবার।
৩৪| জলের হাতি বা জলহস্তি পানির নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।
৩৫| ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে।
৩৬| ভারতে প্রায় ৫০ মিলিয়ন বানর রয়েছে!!
৩৭| আপনি কি জানেন, মাথায় যে উকুন হয় সেটা নোংরা চুলের চেয়ে পরিষ্কার চুলে থাকতে বেশি পছন্দ করে এবং তুলনামূলক দ্রুত বংশবৃদ্ধি করে??
৩৮| আপনি জানেন কি, শিম্পাঞ্জিকে ট্রেনিং দিলে তা মানুষের মতই কম্পিউটার এবং অন্যান্য সংখ্যা নির্ভর (যেমনঃ ক্যালকুলেটর) যন্ত্র ব্যাবহার করতে পারে??
৩৯| পেয়াজ কাটার সময় আমাদের চোখে পানি চলে আসে, তাই না?? সমাধান দিচ্ছি!! চুইং গাম চাবাতে থাকুন!! চোখে পানি আসবে না!!
৪০| পৃথিবীর সবচেয়ে বড় গর্তটি করা হয় রাশিয়ার “কলা পেনিনসুলা” নামক স্থানে!! জায়গাটি নরওয়ের বর্ডারের পাশে!! সোভিয়েত ইউনিয়নের লোকেরা এটি ১৯৭০ সাল থেকে খোঁড়া শুরু করে এবং এর বর্তমান গভীরতা ৪০০০০ ফুটেরও বেশি!! এটি ব্যাবহার করা হয়েছিলো ভু-অভন্ত্যর (মাটির নিচে পৃথিবীর অংশ) সম্পর্কে জানার জন্য!!
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১