আপনার কম্পিউটার কি খুব ধীরগতির হয়ে পড়েছে !!! আগে যে কাজ করতে সময় লাগত পাঁচ মিনিট, এখন সে কাজটি করতে তার প্রায় দ্বিগুন সময় লাগছে !! তবে আপনি চাইলেই আপনার কম্পিউটারকে আবার দ্রুত গতির করে নিতে পারেন ।
কিভাবে আসুন দেখে নিই...............
A. নিয়মিত ডিস্ক ডিফ্রাগমেন্ট চালান...
B. যত সম্ভব কম ''ইউজার অ্যাকাউন্ট '' ব্যবহার করুন; যদি সম্ভব হয় তবে ইউজার অ্যাকাউন্টের সংখ্যা ১- এ সীমাবদ্ধ রাখুন ...
C. RAM এর সংগে সামন্জস্য রেখে হার্ডডিস্ক ব্যবহার করুন....
D. সিস্টেম ড্রাইভ অর্থাত C:/ ড্রাইভে প্রোগ্রাম ইনস্টলের বাইরে অতিরিক্ত কিছু কপি করে রাখবেন না ...
E. ডেস্কটপে যত সম্ভব কম আইকন রাখা ভাল...
F. ডেস্কটপের ওয়ালপেপারে স্ট্রেসড বা টাইল করে রাখা থেকে বিরত থাকুন...
G. মাউসের স্বাভাবিক কারসর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে...
H.মাউস কারসরের 'ট্রেইল' বন্ধ করে রাখুন...
I. "শিডিউল টাস্ক " যত সম্ভব কম করে রাখুন । যদি সম্ভব হয় তবে না রাখাই ভাল....
J. হার্ডডিস্কে পার্টিশন খুব বেশী থাকলে সেটিও কম্পিউটারকে ধীরগতির করে দেয়...
K. RAM বাড়ালে কম্পিউটারের গতি স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে । অন্য কোনো যন্ত্রাংশের কথা না বলে RAM এর কথা বলার কারণ হলো এখন RAM এর দাম অনেক কমে এসেছে । তবে স্বাভাবিকভাবেই প্রসেসরসহ অন্যান্য যন্ত্রাংশের সংগে চলনসই RAM ব্যবহার করতে হবে...
L. টাস্কবার কুইকলন্চে কম প্রোগ্রাম রাখলে ভালো ফল পাওয়া যেতে পারে....