ইন্টারনেটে তথ্য খুঁজতে সবচেয়ে বেশী যে সার্চ ইন্জিনটি ব্যবহুত হয়, সেটি হল গুগল । গুগল শুধু সার্চ ইন্জিনই নয়, প্রয়োজনমত গুগল কে অভিধান, ক্যালকুলেটর, ইউনিট কনভার্টার, প্রভৃতি হিসেবে ব্যবহার করা যায় । তেমন কিছু ব্যতিক্রমী ব্যবহার পদ্ধতি নিচে দেখুন----
ক্যালকুলেটর হিসেবে গুগল :
গুগলের সার্চ বার কে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন । গুগলের built-in ক্যালকুলেটর ফাংশন ব্যবহারের জন্য যোগ, বিয়োগ, গুন, ভাগের চিহ্নগুলো ব্যবহার করতে হবে । আপনার প্রয়োজনীয় হিসেবের শেষে সমান (=) চিহ্নটি লিখুন ।
যেমন-- সার্চ বারে যদি '৮ + ৯ =' লিখেন, তাহলে সার্চ রেজাল্টে এর যোগফল ১৭ পাবেন । গুগলে দশমিকের হিসাবও করা যায় ।
অভিধান হিসেবে গুগল :
গুগলকে আপনি অভিধান হিসেবে ব্যবহার করতে পারেন । এ জন্য প্রয়োজনীয় শব্দের আগে ' define ' শব্দটি লিখুন । তাহলেই ওই শব্দ কোন ভাষার, অর্থ কি, কোথায় ব্যবহূত হয় -- এসব জানতে পারবেন । ধরুন, আপনি health শব্দটির প্রতিশব্দ চাচ্ছেন; তাহলে গুগলের সার্চ বারে লিখবেন, define: health
নির্দিষ্ট সময়ের তালিকা :
আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো তালিকা খুঁজে পেতে চান, তাহলে ২০০৮..২০১১ লিখতে হবে । যদি ২০০৮..২০১১ books লেখেন, তাহলে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত প্রতি বছরের সেরা বইগুলোর তালিকা পাবেন ।
মুদ্রার মান জানাবে গুগল :
যদি এক দেশের মুদ্রা কে অন্য দেশের মুদ্রায় কনর্ভাট করে মূল্য দেখতে চান, তবে সেটাও সম্ভব । যেমন- আপনি জানতে চাচ্ছেন, পাঁচ মার্কিন ডলারে কত ইউরো ? তাহলে গুগলের সার্চ বারে আপনাকে লিখতে হবে 5 usd in euro, তাহলেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় তথ্য ।
সমার্থক শব্দ খুঁজতে গুগল :
আপনি যদি কোন শব্দের সমার্থক শব্দ জানতে চান, তবে শব্দটির আগে টিল্ড ( ) চিহ্ন দিন । ধরুন, আপনি city শব্দটির প্রতিশব্দ খুঁজছেন, তাহলে সার্চ বারে লিখুন city