তুমি নেই বলে
আকাশটা আজ সারাদিন কেঁদে গেল,
রিমঝিম রিমঝিম বৃষ্টি।
কি এত বেদনার সুর তার মনে কেউ টের পেলনা,
শুধু ভিজেছে আকাশের কান্নায়।
তুমি নেই বলে
হৃদয়ের হাহাকার বজ্রপাত হয়ে বেজেছে সারাবেলা,
ধ্রিম ধ্রিম শব্দে কেঁপেছে শহর।
তুমি নেই বলে
সন্ধ্যা বেলায় নীড়ে ফিরেনি সঙ্গীহীন পাখি,
দিক-বিদিক ছুটে বেড়িয়েছে এদিক ওদিক,
বুক থেকে গলা পর্যন্ত দুঃখ জমে আছে তার।
তুমি নেই বলে
টিএসসির মোড়ে ক্লান্ত যুবকটিকে আজ আর দেখা যায়নি,
কোথায় জানি একাকী লুকিয়ে ছিল।
তুমি নেই বলে
এই ক্যাম্পাস আজ বর্ণহীন।
শ্যাডো নির্জন, বটতলা আলোহীন, ফুলার রোড নীরস,
টিএসসি তার রঙ হারিয়েছে।
তুমি নেই বলে
জীবন হয়েছে অর্থহীন।
রঙহীন জীবনে বল কবে রঙ দিবে?
কবে শেষ হবে আকাশের কান্না? নীড়ে ফিরবে পাখি,
আলোয় ভরবে এ ক্যাম্পাস?
বলো, কবে আসবে?
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:৩১