ঘটনা ১: মাসের শুরু। টেবিলের কোনায় স্টুডেন্টের বাবা হাসি হাসি মুখ করে একটা খাম রেখে যায়। পেটের ভিতরে তখন খুশিতে মন আগডুম বাগডুম করে। কি যে ভাল্লাগে! খুশিতে লাফাইতে লাফাইতে মন চায় স্টুডেন্টের বাপেরে একটা চুম্মা দেই, লগে স্টুডেন্টরে একটা চুম্মা দেই, স্টুডেন্টের মা'রে একটা চুম্মা দেই, তার ভাই রে একটা দেই, বইনরেও একটা দিই। বাসা থেকে বের হয়ে খাম থেকে টাকাগুলা মানিব্যাগে রেখে গেটের দারোয়ানরেও একটা দেই। নাচতে নাচতে বাসায় চইলা আসি। এত খুশি রাখি কই? খুশিতে মনে হয় ঈদ আইছে!
Feeling: জীবনে এতো আনন্দ ক্যান বাল?!
ঘটনা ২: সন্ধায় আরেকটা খাম বানাই। আস্তে করে বাড়িওয়ালার দরজায় টোকা দিই। বড়িওয়ালা হাসিমুখে টাকাটা নেয়, আর আমার দুঃখে বুকটা ফাইট্টা যায়। মন চায় কান্দি। মন চায় বাড়িওয়ালারে জড়ায়ে ধইরা কান্দি, লগে তার বৌ'রে ধইরা কান্দি, তার পোলারে ধইরা কান্দি, তার মাইয়ারে ধইরা কান্দি, তার পোলার বৌ'রেও জড়ায়ে ধইরা কান্দি। গেটে দারোয়ান নাই, নাইলে তারে ধইরাও কাদতে মন চাইতো। মন খারাপ কইরা বাসায় ঢুকি। দুঃখ কষ্টে বুকটা চৌচির হইয়া যায়!
Feeling: জীবন এতো কষ্টের ক্যান বাল?!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩