:: দিনাজপুর প্রতিনিধি ::
দিনাজপুর হাকিমপুর উপজেলার চুড়িপট্টি গ্রামে মাদকাশক্ত বাবা-মা মাত্র ১১ শত টাকায় বিক্রি করে দিয়েছেন পাঁচ মাসের শিশু সন্তানকে।
স্থানীয়রা জানান, নেশার টাকা জোগাড় করতে না পেরে ছোট পুত্র সন্তাটিকে দুলালী নামের একজন হিজড়ার কাছে বিক্রি করেছেন। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হলদিবাড়ি এলাকার শামছুল হক (৩৫) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৩০) দীর্ঘদিন থেকে হেরোইন সেবন করে। পেশায় তারা খালি বোতল, পলিথিন ও এ ধরণের দ্রব্য কুড়িয়ে থাকেন। প্রতিদিন ট্রেনে করে পার্বতীপুর থেকে হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে এসব দ্রব্য কুড়িয়ে যা রোজগার করে তা দিয়েই হেরোইন সেবন করেন।
গত ৫ ফেব্রুয়ারি বাসুদেবপুর চুড়িপট্টি গ্রামে শামছুল হক ও তার স্ত্রী নুর জাহান হেরোইন সেবন করতে এলে একটি ময়লা জমাট স্থানে শামছুলের স্ত্রী নুরজাহান পুত্র সন্তান জন্ম দেন। হেরোইনের টাকার সংস্থান করতে গত ৮ জুন চুড়িপট্টি গ্রামের রেজাউলের ভাড়াটিয়া দুলালী হিজড়ার কাছে নুর জাহান নগদ ১১ শত টাকার বিনিময়ে শিশু পুত্রকে বিক্রি করে দেন।
এ বিষয়ে হিজরা দুলালী জানান, শিশুটির মা-বাবা দুজনই মাদকাসক্ত হওয়ায় তার খাবার জোগাড় করতে পারে না। আর আমার বড় বোন আলেয়া বেগমের কোন সন্তান না থাকায় আমি এ শিশুটিকে আমার বোনকে দিবো বলে ক্রয় করেছি। দুলালীর বড় বোন আলেয়া বেগম নাটোরের বাগাতিপাড়ার রফিকুলের স্ত্রী।
দিনাজপুর হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব শিশুটি ক্রয়-বিক্রয়ের সংবাদ নিশ্চিত করেন।
এমআইআর/ওফা/এএসট
Click here for link
View this link