বিএসএফের হাতে নির্যাতিত সেই যুবককে পাওয়া গেছে। তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সতের রশিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২২)।
৯ ডিসেম্বর, ২০১১ হাবিবুর রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্ত দিয়ে গরু আনতে যান। সেখানে গরু না পেয়ে ফিরে আসার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মুর্শিদাবাদ জেলার রানীনগর ক্যাম্পের জওয়ান...রা রাত ১১টার দিকে তাকে ধরে ফেলে।
হাবিবুর জানান, তার কাছে মোবাইল ফোন সেট, টর্চ লাইট ও ১ হাজার টাকা দাবি করে বিএসএফ সদস্যরা। এসব দিতে অসম্মতি জানালে জওয়ানরা তাকে একটি ট্রাকটারে তুলে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাকে ৬/৭ জওয়ান প্রায় ১ ঘণ্টা ধরে মারধর করে। সকালেও মারধর চলতে থাকে। তার লুঙ্গিও খুলে নেয় তারা।
মারের চোটে হাবিবুর জ্ঞান হারিয়ে ফেললে ক্যাম্পের কাছে একটি সরিষা ক্ষেতে হাবিবুরকে ফেলে রাখে বিএসএফ জওয়ানরা।
পরে জ্ঞান ফিরলে সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন হাবিবুর। বাড়িতে এসে গোপনে চিকিৎসা নেন বলে জানান তিনি
For video