আজ ফেলানীর ৫ম মৃত্যু বার্ষিকী
...ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে ঝুলতে থাকা কুড়িগ্রামের মেয়ে ফেলানীর লাশের চিত্র হয়তো অনেকের মন থেকেই মুছে গেছে। শুরুতে কিছুদিন অনেক হইচই হয়েছে, শত শত ইভেন্ট খোলা হয়েছে, ভারতীয় দূতাবাসের সামনের রাস্তার নাম চেঞ্জ করে 'ফেলানী রোড' করার দাবী উঠেছে। অথচ ফেলানী হত্যার বিচার আজও হয় নি।
ফেলানীর হত্যার দায়ে অভিযুক্ত অমিয় ঘোষকে বেকসুর খালাস দিয়েছে বিএসএফ এর আদালত। এরপর বিভিন্ন মানবাধিকার সংস্থার চাপে ভারতীয় সুপ্রিম কোর্টে তোলা হয় ফেলানী হত্যা মামলা। কিন্তু সেখানেও ফেলানীর মতই ঝুলে আছে ফেলানী হত্যা মামলা।
আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয়ও আজব জিনিস। বরাবরই তাদের বক্তব্য হচ্ছে, 'বর্ডার কিলিং নিয়ে রাষ্ট্র চিন্তিত না।' যেখানে রাষ্ট্রের কাছ থেকে এই নূন্যতম নিরাপত্তাটুকু আমরা পাচ্ছি না। সেখানে সরকারের প্রতি জনগনের আস্থা থাকে কি করে।
সরকারের উচিত হবে বর্ডার কিলিং নিয়ে সিরিয়াস হওয়া। আমরা 'চ্যাম্পিয়ান অব দ্যা আর্থ' হচ্ছি, সমুদ্র জয় করছি আর সামান্য বর্ডারটা জয় করতে পারছি না?
ফেলানীর রূহের মাগফিরাত কামনা করি।
ভালো থাক বোন
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪