সকালে ঘুম থেকে উঠেই টের পেলাম আজ নাকি প্রোপোজ ডে। শুনছি এই দিনে যে কোন মাইয়ারে প্রোপোজ কইরা দেয়া যায় বিপরীতে চড়-থাপ্পড় বা জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে প্রায় শূণ্য। তাই তড়িঘড়ি কইরা রাজকুমারীরে ফোন দিলাম...
- হ্যালো... (রাজকুমারী ঘুম জড়ানো কন্ঠে)
- হ্যা, রাজকুমারী?
- হ্যা, বলো...
- তোমাকে অনেক সিরিয়াস একটা কথা বলার ছিলো...
- কি কথা? বলো...
- ইয়ে...মানে... বলতে চাচ্ছিলাম যে...
- কি??
- আসলে বুঝতেছি না তুমি কিভাবে নিবা। তবে আমি কিন্তু অনেক সিরিয়াস।
- কি শুরু করলা সকালবেলা? বলো তো...
- তুমি কি আমাকে বিয়ে করবে?
- এইটা তোমার সিরিয়াস কথা?
- ইয়ে...মানে... হ্যা !!
- আজকে কয় তারিখ?
- আট
- আর মাস?
- ফেব্রুয়ারী
- তিনমাস হয়ে গেছে আমাদের বিয়ের। আর তুমি এখনও আমাকে জিজ্ঞেস করো আমি তোমাকে বিয়ে করবো কি না? কয়দিন আগেও এক সকালে তুমি আমাকে ফোন করে বলছো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে তুমি কি কি করবা। মানে কি এইসবের? তোমার স্মৃতিশক্তি কি দিন দিন লোপ পাচ্ছে??
-
- কি ব্যাপার? কথা বলো না কেন?
- রাজকুমারী, আমার লাইফে তোমার এই ঘনিষ্ঠ অবস্থান মাঝেমাঝে আমার কাছে স্বপ্নের মতো লাগে। আমি অবাক হই, কি করে একটা মানুষ অপর একটা মানুষকে এতো ভালোবাসতে পারে, এতো আপন হতে পারে? তোমার এতো এতো ভালোবাসা পেয়ে তাই আমি কনফিউজড হয়ে যাই অনুভুতিগুলো স্বপ্ন ছিলো না তো? মাঝেমাঝে স্বপ্ন আর বাস্তবকে একসাথে গুলিয়ে ফেলি...
- পাগল একটা আই লাভ ইউ
- আই লাভ ইউ টু, রাজকুমারী