রাত সাড়ে এগারোটা।
শীতের সময়টাতে এরই মধ্যে রাস্তায় মানুষজন কমে আসে। শুধু আশ্রয়হীন কুকুরগুলো রাস্তার মোড়ে বসে থাকে আর অপরিচিত কাউকে দেখলেই ঘেউঘেউ করে ডেকে ওঠে।
আজ হঠাৎই সামনের রাস্তায় অনেক মানুষের চিল্লাচিল্লির শব্দ। কিছুটা অবাক হয়েই গেটের সামনে এগিয়ে এলাম। রাস্তায় অনেক মানুষ জড়ো হয়ে আছে। তারাই কোন একটা বিষয় নিয়ে বেশ চিল্লাচিল্লি করছে। আমাদের বেশ কয়েকজন ভাড়াটিয়াও বেরিয়ে এসেছেন।
রাস্তায় নেমে আমি জটলাটির দিকে এগিয়ে গেলাম। সেখানে একটি শিশুর লাশ।
...না কোন সাধারন লাশ না। আর মৃত্যুটাও কোন সাধারন মৃত্যু না।
মেরে ফেলার আগে কয়েকটি পশু এই বাচ্চা মেয়েটাকে অমানুষিক অত্যাচার করেছে। তাদের পশুত্বের ছাপ রেখে গেছে বাচ্চাটির দেহের প্রতিটি ইঞ্চিতে।
বাসায় ফিরে যাওয়ার সময় রাস্তার মোড়ের কুকুরগুলোর দিকে একবার তাকাই...
আমরা মানুষরা কি অদ্ভূত! কথায় কথায় আমরা নিজেদের মধ্যে 'কুকুর' বা 'কুকুরের বাচ্চা' সম্মোধন করে গালি দেই। কি অপমানটাই না করি এই প্রানিগুলোকে!!
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩