আকাশ দেখতে আমার বড্ড ভালো লাগে,
সকল প্রকারের আকাশ
চৈত্রের রোদে পোড়া রুদ্র আকাশ,
বৈশাখের হালকা মন খারাপ আকাশ
শরতের ঝলমলে আকাশ;
এমনকি বর্ষার স্যাতস্যাতে আকাশও
আমাকে প্রচন্ড আকর্ষণ করে ।
না আমি কাব্যপ্রেমী কিংবা অতিমাত্রায়
রোমান্টিক কেউ নই,শুধূ আকাশ দেখতে
আমার বড্ড ভালো লাগে ।
চাঁদ দেখতেও আমার বড্ড ভালো লাগে,
সকল প্রকারের চাঁদ
পূর্ণিমার প্রচন্ড হাসি মাখা চাঁদ,
কিংবা অমাবস্যার ঢিমে ভাবে জ্বলা চাঁদ
কখনোবা ক্ষয়ে যাওয়া দুর্বল চাঁদ;
এমনকি সকালবেলার অবাঞ্চিত চাঁদও
আমাকে প্রচন্ড আকর্ষণ করে ।
না আমি চন্দ্রগ্রস্ত কিংবা অতিমাত্রায়
স্বপ্নবিলাসী কেউ নই,শুধূ চাঁদ দেখতে
আমার বড্ড ভালো লাগে ।
চাঁদ বা আকাশ আমার একটুও ভালো লাগে না,
ঘৃণা করি পাহাড়, সমুদ্র, রংধনু, কিংবা লাস্যময়ী জোছনা
কিন্তু নিজেকে যখন প্রচন্ড একাকিত্ব ঘিরে ধরে,
তখন তাকাই চাঁদ আর আকাশের দিকে,তোমার খোজে
বুঝতে পারি এই একই আকাশ আর চাদেঁর নিচে
আছো তুমিও,তখন তোমাকে অনেক কাছে মনে হয়;
তাই আমি ভালোবাসি চাঁদ আর আকাশকে
তোমার জন্য শুধু তোমার জন্য।
আইভান
১৪।০৮।২০১৪ইং