ভালোবাসা ভালো নয় বহুৎ লোকেই এই কথা কয়
শত্রুর মুখে ছাই দিয়ে তাই প্রেমে পড়তে যাই।
কাঠ পুড়াই খড় পুড়াই ফোন ইন্টারনেট বিল উড়াই
ঘুম তাড়াই খানা জুড়ায় মনভুলানো গান শুনাই।
সকাল পালায় বিকাল হারায় সন্ধ্যা রাত আর দুপুর গড়ায়
চিনাজোকের মতন আমি সাথেই লেগে রই।
আশেপাশের মাস্তানেরা বুইরা লুলা বেকারপোলা
সবগুলারে কোনায় ঠাইসা সামনে আগাই যাই।
শেষে পাথর মনটা গলাই গোমড়ামুখে হাসি ফুটাই
হলিউডি হিরোর মত কুংফু ক্যারাট দেখাই।
কন্যা এবার টলোমলো মুখখানি তার ঝলোমলো
পাজরো ছেড়ে আমার বাইক আনন্দে ঘুরি বেড়াই।
ফুচকা খাই আর চটপটি খাই মাঝে মাঝে হুটপটি খাই
এমন সুখের যুগল বুঝি এই দুনিয়ায় নাই।
ভালোবাসার দাবী নিয়া গদগদ ভাব লাভ্যু নিয়া
আমার পছন্দ নাপছন্দ নিয়া যেইনা বলতে যাই।
অমনি কালসাপিনীর মত নখরওয়ালী বাঘের মত
নিস্পাপ আমি তাহার থেইকা ফোপর দালাল উপাধি পাই।
যতই বুঝাই লাভ্যু জানু এবারের মতন মাফ চাই
ততই তাহার বাড় বেড়ে যায় ঝাড়ির বাড়ি খাই।
ঝাড়াঝাড়ি বাড়াবাড়ি সকল নিলাম মেনে
ঝড়ের পরে শান্ত হলেন লাট সাহেবের মেয়ে।
শোনেন এবার ভাইসকলে কথাটা দরকারী
মাঝে মাঝে ঝাড়ি খাওয়া বড়ই উপকারী।
তরকারীতে লবনছাড়া আলুনি হয় যেমন
ভালোবাসায় ঝগড়াঝাড়ি ভালুনি ঠিক তেমন।
উৎসর্গ: দুনিয়ার সকল নির্যাতিত প্রেমিক ভাইদেরকে।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২১