বন্ধু পরিবহন এখন চলছে বইমেলায়। হ্যা হরতাল অবরোধে বাড্ডা থেকে গুলিস্তানগামী বন্ধু পরিবহন এখন রুট করে নিয়েছে একুশে বইমেলায়। চলছে সগৌরবে। বন্ধু পরিবহনকে নিয়ে চলছে মারমার কাটকাট লড়াই। কাড়াকাড়ি হুড়োহুড়ি পড়ে গিয়েছে আদর্শের ৪১১.৪১২ নম্বর স্টলে।
পোপন সূত্রে জানা গেছে, বন্ধু পরিবহন লেখা হয় চরম রহস্যপূর্ণ, গা ছমছমে এ্যাডভেঞ্জার আর চতুর্ভূজি আকর্ষণ নিয়ে। তাই সব ধরনের সব বয়সী ক্রেতাকুল হুমড়ে পড়ছেন বন্ধু পরিবহনে। সেখানে নাকি সবাই নিজেদের শৈশব খুঁজে পাচ্ছেন।
এই পরিবহন সম্পূর্ণ পেট্রোলবোমাপ্রুফ বলে নিশ্চিত করেছে বাংলা বাঁকাডেমি। হরতাল অবরোধেও নির্ভাবনায় ওঠা যায় বন্ধু পরিবহনে।
বন্ধু পরিবহনের এক উৎসাহী যাত্রী গতিবেদককে জানিয়েছেন, এযে আমাদেরই পরিবহন। আমাদেরই চিত্র নিয়ে তৈরি হয়েছে এর শরীর।
এক ক্ষুব্ধ ক্রেতা জানিয়েছেন, এত সুন্দর আর আকর্ষণীয় কায়দায় বই লেখায় আমাদের হরতাল অবরোধ ভেঙে মেলায় আসতে হলো। আমরা তাই লেখককে ছাড়বো না।
এই ক্রেতার সঙ্গে সুর মিলিয়ে আরো কয়েকজন মিনসে ক্রেতা লেখককে দেখে নেয়ার হুমকি দিয়েছেন।
বইয়ের ধরন : কিশোর উপন্যাস
লেখক : রোকন রাইয়ান
প্রকাশক : আদর্শ
ক্রয়মূল্য : ১১০ টাকা
প্রয়োজনে : ০১৯১৭-২৬২৪৩১