পথ, সে তো বাকি রয়েছে এখনো অনেকটুকু
- - - - - -
ঘর ছেড়ে বেরিয়েছি হয়তো কিছুদিন আগে,
মায়ের ডাক শুনে।
অথচ মা ডাকছিল সেই ৪২টি বছর আগে থেকেই।
হয়ত কানে শুনেছি, অন্তরে পৌছায়নি
এবার যখন পৌছেছে আর যখন বেরিয়েই পড়েছি
তখন কি আর জবাব না দিয়ে ফেরা যায় ?
সবে তো মেঠো পথ ধরে
ভাঙ্গা সাকোটা মেরামত করে
বড় রাস্তায় পৌছেছি।
বড় রাস্তার পথ,
সে তো বাকি রয়েছে এখনো।
বড় রাস্তার তালুর ওপর,
আনাচা, কানাচে, ওষ্ঠে-পৃষ্ঠে জড়িয়ে-গেথে থাকা
বাবলা কাটার মুখোশধারীগুলো।
যাদের লতায় আজ শাখা জন্মেছে,
ধুতরো ফুলের সুবাসে আজ যারা বিষ ছড়ায় গোপনে।
একে একে উপরে ফেলতে হবে
সবগুলোকে। কারণ,
আমাকে যে যেতে হবে
পথের শেষে,
যেখানে মা দাড়িয়ে আছে।
গিয়ে বলব,
মা, তোমার এই শতচ্ছিন্ন পোড়া-কাটা দাগের শরীরে,
লাল-সবুজের কলঙ্কহীন শাড়িটা পড়িয়ে দিতে এসেছি মা।