তারপরও গত শুক্রবার (২৮.০৫.২০১০) একটা বিয়ে খেতে গিয়েছিলাম। যেতে ৫ ঘন্টা.. ৩ঘন্টার বিয়ের অনুষ্ঠান.. ফেরত আসা সাড়ে ৪ ঘন্টা.. প্রায় সাড়ে ১৩ ঘন্টার মত। হিসাব টা কেমন যেন গোলমাল হয়ে গেল .. তাই না। এর মধ্যে অনুষাঙ্গিক কাজও রয়েছে।
সাধারণ বিয়ের চেয়ে একটু ভাল হয়েছিল। একজন অবিবাহিত পুরুষ বিয়েতে যা যা করে বরপক্ষের হয়ে। তাই তাই করলাম। যা যা ঘটেছিলঃ অভ্যর্থনা, প্রবেশদ্বার আটকানো, অতঃপর অর্থ প্রদান ও প্রাপ্তি, প্রবেশ, কনে দর্শন, আলাপচারিতা, ঠাট্টা-মস্করা, খাওয়া-দাওয়া, বিয়ে পড়ানো, প্রার্থনা এবং সবশেষে বিদায়।
আর এ মুহুর্তটাই পরিবেশটাই পাল্টে দিল। একজন পুরুষ যে হয়তোবা সারাজীবনে কাদে নি, তাকে বিধাতা পিতা হিসেবে কাদিয়ে দিলেন।
আর এবারই প্রথম গভীর ভাবে বিষয়টি আমার কাছে ধরা দিল। আমার নিজেরও একটু অন্যরকম লাগছিল।
হঠাৎ মনে হল আমারও তো বিয়ে হবে। একদিন আমিও বাবা হব। যদি একটি মেয়ে হয় আমার। আর তার বিয়েতে কি আমার কলজেটা ছিড়ে যাবে.....
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১০ বিকাল ৫:৪১