এই বুকের পাঁজর এতটাই কঠিন!
কষ্টের অবিরাম ঝড়, জলোচ্ছাস কিংবা ভূমিকম্পেও
সে বেজে চলে ঠিক... টিক্ টিক্।
এক বুক কষ্ট নিয়ে জেগে আছি
এই চোখের পাতা এতটাই অরুণ!
কষ্টের দীর্ঘ নির্ঘুম রজনী শেষেও
সে চেয়ে থাকে... পিট্ পিট্ ।
কান্নার কালো মেঘ সব চোখের কোণে
এসে ভীড় করে...
তবুও সে মেঘে কভু বৃষ্টি ঝরে না ।
এক বুক কষ্ট নিয়ে বসে আছি
এই আমি এতটাই সকরুণ!
আকন্ঠ ব্যাথা দিয়ে চলে যাওয়া তুমি
যে কভু আর ফিরবে না...
তা আমি বিশ্বাস করি না ।
এক বুক কষ্ট নিয়ে অপেক্ষায় থাকি
চারপাশে এত মানুষ!
তবুও তোমার প্রতীক্ষা
আমার আর শেষ হলো না।
এক বুক কষ্ট নিয়ে বয়ে চলি
কে যেন লিখেছিলো কবে...
"পৃথিবীর সর্বশেষ বাউন্ডুলে মানুষটিও হয়তো
একদিন ফিরে যাবে কোনো এক নিভৃত নিবাসে
কিন্তু, তুমিহীন আমি আর কোথাও ফিরবো না।"
তুমিহীন আমার নীল কষ্টও
কভু ফুরাবে না ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:৪২