'দূত' এর আবিধানিক অর্থহল (যে সংবাদ বহন করে, চর, প্রতিনিধি বা সংযোগ রক্ষক, বার্তাবহ) ভাবছেন 'দূত' নিয়ে কেন এত মাতামাতি করছি?
'দূত' এর আরো সহজ গ্রাম্য বাংলা হলো (সাধারন জনগন যা মনে করেন)- পিয়ন বলবো এই অর্থে যিনি খবর পৌছান তাকে ডাক পিয়নই বলে থাকে।
আমাদের দেশের একসময়কার মহামান্য রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদ। যিনি দীর্ঘ সময় দেশ শাসন করেছেন। দেশ শাসকের আগে তিনি বাংলাদেশের প্রতিরক্ষাবাহীনির শীর্ষস্থানীয় পদের দায়িত্বে অর্থাৎ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালনের বদৌলতেই তিনি ঘটনা/দূর্ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমায় আসেন সকল সেনা সদস্যদের সহযোগীতা নিয়ে। তাতে আমার তথা দেশের আপামর জনতার কোন ভ্রু ক্ষেপ কিংবা পরিতারে বিষয় নয়। রাষ্ট্র ক্ষমতার ব্যবহার/অপব্যবহার করে তিনি যেমন জীবনের নানান অপকর্মে জড়িয়েছেন সত্য। তেমনি আমি এও স্বীকার করি জনাব এরশাদ সাহেব ক্ষমতায় থাকাকালীন দেশের রাস্তাঘাটের অনেক উন্নয়ন ঘটিয়েছেন। তাছাড়া আজকের যত বড় বড় শিল্পপতি দেশের কলকাঠি নারছেন তারাও গজিয়েছে এই এরশাদের আমলেই। অথচ এরশাদ সাহেবেকে সৈরাচারের আক্ষা মাথায় নিয়ে ক্ষমতা ছেড়ে ঠায় হয়েছিল কারাগারে। দীর্ঘ কারাগাভোগের পরে বিভিন্ন চরাই উতরাইয়ের পরে উনি একেক সময় এককে কথা বলে বিভিন্ন মহলে, আড্ডায়, প্রতিষ্ঠানে হাসির খোরাক হয়েছেন। অবশেষে জোট করলেন বাংলাদেশের একটি বড় রাজনৈতিক সংগঠনের সাথে। সরকারের মেয়াদ শেষের দিকে তৈরী হয় আরেক নাটকীয় ঘটনার সেই ঘটনারও অবসান হয়। আবারো সেই ক্ষমতাসীন দল সরকার গঠন করেন এবং সেই মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ "দূত" বানালেন। আমার লজ্জাটা এই দূতকে নিয়ে। তিনি কেন দূত হতে যাবেন?