প্রহসনের নির্বাচন (দেখুন ) নিয়ে তোফায়েল আহমেদ ও এইচ টি ইমাম বললেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। সাজেদ রোমেলের রিপোর্টে দেখলাম তোফায়েল সাহেব উঠে যাচ্ছেন আর ওবাইদুল কাদের সাংবাদিকদের সামলাচ্ছেন কোন প্রশ্ন করতে না দিয়ে। এক ধরণের পালিয়ে যাওয়ার মতো!!!
রিপোর্টার ইলিয়াস হোসাইন, আহমাদ আলী ও রাকিব হাসানের রিপোর্টে দেখলাম ঢাকা শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট চলছে। জাল ভোট দাতারা সাংবাদিক দেখে দৌড়ে পালাচ্ছে, প্রিজাইডিং অফিসার কোন কথা বলতে চাচ্ছেনা, বাচ্চা ছেলেদের বড় ভাইয়েরা নির্বাচনে নিয়ে আসছে ইত্যাদি।
দেখুন শকুন খায় শকুনের মাংস:
একই দলের লোকেরা ক্ষমতার দ্বন্দ্বে লড়ছে, মারামারি হানাহানি করছে।
একুটে টিভির নির্ভিক রিপোর্ট দেখে টাস্কি খাইলাম এজন্য যে একুশে টিভি আওয়ামী সমার্থিত টিভি হিসেবে জানতাম। তাহলে সরকারের চাপ থাকা সত্ত্বেও একুশে টিভি এই সাহস দেখাল কিভাবে? গতকাল দেখলাম সরকারের পক্ষ থেকে নির্বাচনের সংবাদ প্রচারে অলিখিত চাপ। এর পরেও এই সাহস!!!
সাংবাদিক ভাইদের কাছে এর কারন জানতে চাই....