কয়েকদিন আগে গুলশানের হোটেল লেকশোরে নাগরিক সমাজ 'নাগরিক ভাবনা' নামের আলোচনায় ৫ তারিখের নির্বাচন স্থগিত করার আহ্বান জানানো হয়। এর বিপক্ষে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা এর সমালোচনায় মেতে ওঠেন এবং একে '১/১১ এর কুশীলব' বলে অভিহিত করেন। ওই অনুষ্ঠানের কাউন্টার হিসেবে লেকশোরে সরকার সমর্থিত বুদ্দিজীবীদের দিয়ে আর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যা বর্তমানে চলছে। লাইভ দেখাচ্ছে BAL এর চ্যানেল ৭১। অনুষ্ঠানটি আয়োজন করেছে অর্থনীতি সমিতি । এখানে বিএনপি জামাতের বিরুদ্দে বিষোদ্গার করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত আছেন- ড. আবুল বারাকাত, মেসবাহ কামাল, ড. হারুনুর রশীদ, সাদেকা হালিম, প্রফেসর জাফর ইকবাল, খলিকুজ্জামান, পফেসর একে আজাদ চেীধূরী, মোহাম্মদ এ আরাফাত, আবেদ খান, মাসুদা ভাট্টি, মি. হাফিজ, খন্দকার ইব্রাহিম খালেদ, প্রফেসর আরেফিন সিদ্দিক প্রমুখ।
এখানে আওয়ামীলীগ ছাড়া সুশীল সমাজের কোন লোক নেই। সরকারের এই সস্তা খেলায় জাতি হতবাক। দেখুন ৭১ এ.....
জাতি কি বোকা? আর কত বোকা বানানো হবে জাতিকে?