প্রথমে জানা বিষয় গুলো আরেকবার দেখে নেই।
গ্যালাক্সি : গ্যালাক্সি হল গ্যাস, ধুলা, আর অগণিত নক্ষত্র/তারা, গ্রহ নিয়ে গঠিত এক একটি অঞ্চল। যে সব গ্যালাক্সিতে ১০০ কোটির নীচে নক্ষত্র থাকে তাদের "ছোট গ্যালাক্সি" বলা হয়।
আমাদের পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত সে গালাক্সির ১০০ কোটি নক্ষত্রের মধ্যে সূর্য একটি নক্ষত্র।
একটি গ্যালাক্সিতে ১০০ কোটি নক্ষত্র থাকতে পারে এটি মোটামুটি হিসেব করা গেলেও সব মিলিয়ে কতগুলো গ্যালাক্সি আছে তা অনুমান করা সাহস ও বিজ্ঞানীদের নেই।
আলোকবর্ষ : মানে আলো একবছরে যে দূরত্ব অতিক্রম করে। আলো ১ সেকেন্ডে যাই ১৮৬০০০ মাইল।
চিত্রঃ এটি আমাদের প্রতিবেশী গ্যালাক্সি। এটিতেও ১০০ কোটির মত নক্ষত্র আর অগণিত গ্রহ রয়েছে। এটি পৃথিবী থেকে ১ কোটি ২০ লক্ষ আলোকবর্ষ দূরে।
চিত্রঃ এই ছবির প্রতিটি ফোটা এক একটি গ্যালাক্সি। প্রতিটি গ্যালাক্সি ধারণ করে আছে প্রায় সর্বচ্চ ১ লক্ষ কোটি নক্ষত্র। আমাদের সূর্য যেমন ৯ টি গ্রহ নিয়ে সৌরজগত তৈরি করেছে তেমনি গ্যালাক্সির প্রতিটি নক্ষত্রেরও রয়েছে আলাদা জগত। শুধুমাত্র এই ছবিতেই রয়েছে ১০ হাজার গ্যালাক্সি।
রাতের আকাশে আমরা যে তাঁরা দেখি আসলে এদের ১০০ কোটি বাদে অন্য সবগুলোই এক একটি গ্যালাক্সি। দূরত্বের ফারাকের কারণে আমাদের গ্যালাক্সির ১ টি তাঁরা আর অন্য গ্যালাক্সির ১ লক্ষ কোটি তাঁরা একটি পিণ্ড আকারে প্রায় সমান উজ্জ্বলতাই আমাদের চোখে ধরা পরে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৫:৪০