মানিক-শরতবাবুদের গেরাম বাংলার মানুষ বড় জ্ঞানহীন অশিক্ষিত ছিল । তাই সেকালের বড়বাবুরা সেই সরল গফুরদের , পদ্মা নদীর কুবেরদের ঠকিয়ে নিজেদের ঘর সাজাতো । গরীবের অজ্ঞতাই ছিল জোতদার-মহাজনদের ব্যবসার পুজি ।
আজ আমাদের নতুন যুগের বাংলার মানুষেরা ধর্ম জ্ঞানে একেবারেই অজ্ঞ-কান্ডজ্ঞানহীন- এবং ভীরু । আর এটাই এ যুগে এক রমরমা ব্যবসার সুযোগ তৈরি করেছে । আর তা হল 'ধর্ম-ব্যবসা' ।
এই ভন্ড ব্যবসায়ীদের মুখোস খুলতে আর ওদের ব্যবসার দোকান ঘরে কপাট লাগাতেই আমাদের উঠে পড়ে লাগতে হবে । আমাদের অনেক সুন্দর ধর্মটাকে অনেক ভালোভাবে জানতে হবে ।
প্রাথমিক বিদ্যালয় থেকেই ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করা উচিত । যারা ধর্মশিক্ষাকে বাদ দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা আওড়ান , তাদের বলি - অনেক বকেছেন এবং তার ফলও দেখছেন । এবার একটু থামুন । ধর্মকে বাদ দিয়ে নয় - ধর্মের প্রকৃত শিক্ষা দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব ।
'যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নি , তারা যদি নাস্তিকও হয় , তবু তাদের প্রতি ন্যায়পরায়ন হও । ' - আল কোরআন ।
আমি জানি না রাজীব আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল কিনা । করেছিল কী ?
আজ সত্যিই আমাদের ধর্মটাকে ভালো করে জানা উচিত । নতুবা হয়ত আজ থেকে কয়েক যুগ পড়ে নতুন কোন এক দীনবন্ধু মিত্রকে লিখতে হবে ২১ শতকের জমিদার দর্পণ - কিংবা রাজাকার দর্পণ ।