তখন ১৯৭১ ।
বেয়নেট আর বুলেটে রক্তাক্ত বাংলাদেশ । ক্ষণে ক্ষণে গর্জে ওঠে মর্টাল-গ্রেনেড-মেশিন গান । আমাদের শহর-বন্দর ভেঙ্গে চুরমার করে ওই পাক-জানোয়াররা হানা দেয় আমাদের শ্যামলিমায় ঘেরা গ্রামে-গঞ্জে-মফস্বলেও । ওরা হানা দিতে থাকে প্রতিটি বাড়িতে , তছনছ করতে থাকে, হত্যা-লুন্ঠন-ধর্ষণ থেকে রেহাই পায় না ছোট্ট শিশু থেকে বৃদ্ধা মা কেউই । ঠিক সেই সময় প্রায় ২ কোটি বাঙালি সীমান্ত পাড়ি দেয় , আশ্রয় নেয় শরনার্থী হিসেবে । সেই অসম্ভব কঠিন সময়ে আজকের ইন্ডিয়া আমাদের বন্ধু হয়ে প্রতিবেশির দায়িত্ব পালনে কুণ্ঠা করে নি । প্রায় ২ কোটি মানুষের ভরণ পোষণের এই অসম্ভব কাজটি তারা করেছিল তাদের মানবিক দায়িত্ব থেকেই ।
এখন ২০১২ ।
বেয়নেট আর বুলেটে রক্তাক্ত মায়ানমার । রোহিঙ্গারা মরছে অকাতরে । ওদের মারা হচ্ছে নির্বিচারে । এই ‘ওদের’ মাঝে আছে শিশুরা,মেয়েরা, বৃদ্ধা মায়েরা । ওরা মৃত্যুভয়ে ছুটে আসছে বাংলাদেশের সীমানায় । একটুখানি আশ্রয়ের আশায় । ওদের পেছন পেছন ধারালো বেয়নেট আর বুলেট ভর্তি রাইফেল নিয়ে তাড়া করছে কিছু অমানুষ – আর ওদের সামনে সবুজ বাংলাদেশ । অথচ কতটা অমানুষ হতে পেরেছি আমরা মাত্র এই ৪০ বছরে । ওরা যখন ওদের জীবনটুকু বাচাবার এক প্রচন্ড আকুতি নিয়ে আমাদের কাছে আসছে, তখন আমরা বুট-জুতো পড়ে , হাতে রাইফেল উচিয়ে জানোয়ারে মত ওদেরকে ওই মৃতুকূপে ফেরত পাঠাচ্ছি ।
কীভবে সম্ভব এটা ? কোন যুক্তিতে সম্ভব ? এই যুক্তিতে যে , ওরা যদি আর না ফেরে ? এই যুক্তিতে যে ওরা যারা আগে এসেছিল তারা আজো ফিরে যায় নি ??? সেতো আমাদের কূটনৈতিক ব্যর্থতা । আর যে রোহিঙ্গারা আজ আসছে তারা কেন পূর্ববর্তীদের দায় নিয়ে মরবে ? এ কোন জঙ্গলে আছি আমরা ।
আমরা মানুষ হত্যা করতে দেব নির্বিচারে , সীমান্তের ওপাড়ে মানুষ মরবে আর আমরা চা খেতে খেতে ওয়াচ টাওয়ারে বসে তা দেখতে থাকবো ? এও কি সম্ভব ? ছিঃ বাংলাদেশ । আজ তোমার জন্য আমার করুণা হয় । তুমি এতটা নির্দয় ? এতটা নীচ ? এই কি নজরুল-রবিন্দ্রনাথের বাংলাদেশ ???? এই কি ৭১ এর ৩০ লক্ষ শহীদের বাংলাদেশ ?? নাহ । তুমি অন্য বাংলাদেশ । তুমি নির্দয় বাংলাদেশ । তুমি কুৎসিত বাংলাদেশ । আমি তোমাকে ভালবাসি না মোটেও ।
আর সেইসব অসহাইয় মানুষদের বলছি । তোমরা জিতবেই । তোমরা সাহস হারিয়ো না । আর যদি কোনদিন আমরা আবার বিপদ্গ্রস্থ হই, হয়ত প্রকৃতির নিয়মে তা অনিবার্য, তবে আমাদের প্রতি যতটুকু পার , নির্দয় হয়ো । আর আজকের জন্য ক্ষমা করো ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১২ রাত ১:২৫