আমিও প্রেমিক হতাম
- আব্দুল্লাহ্ আল মামুন
তুমি কাছে টেনে নিলে,
আমি প্রেমিক হবো,
তুমি কামিনী হলে, আমি কামনায় পুরুষ হবো।।
তুমি প্রেম শেখালে, আমি হবো কবি।
আমি হবো প্রেমের কবি।
আমি প্রেমিক, পিতা, সন্তান, স্বামী।
আমি পুঁজিবাদী এই সমাজে আসামি।
আমি পুরুষ, আমি তোমার প্রথম দর্শনে প্রেমিক।
প্রথম দেখায় ভালোলাগা থেকে ভালোবাসা ।
তুমি নারী, তোমার সেটা কখনো হয়নি।
আমি পুরুষ, তোমার কাছে প্রেমিক হতে পারিনি।
তুমি প্রেম শেখালে আমি প্রেমিক হবো।
তুমি কাম শেখালে পুরুষ।
তুমি স্নেহ দিলে, আমি সন্তানের মতো।
আমি কারো ভাই,কারো পিতা।
এই পুঁজিবাদী সমাজে,
আমার প্রেমের দাম নাই।
মূল্য আছে তোমার রূপের,
মূল্যবান হল সম্পদ ক্ষমতা
আমাকে কেউ চিনে না এখানে।
আমি মধ্যবিত্ত, আমি বিবেকের কাঠগড়ায় আসামি।
আমি পিতা, আমি স্বামী।
আমাকে প্রেমিক হিসেবে তুমি চাও নি।
চেয়েছ টাকা বানাবার মেশিন হিসেবে।
আবার তুমিই কাঁদো,
কেন আমি প্রেমিক হলাম না।
কেন পুরুষ এতো কঠিন?
তোমার অভিযোগ, তোমার প্রশ্ন।
আমার প্রশ্নের জবাব নাই।
কেউ আমাকে চিনে না। কেউ না, আমিও না।
তুমি প্রেম শেখালে হতাম প্রেমিক।
তুমি কাছে টানলে হতাম প্রেমময়।
তুমি তাতো করোনি,
তুমি পুঁজিবাদী সমাজে যোগ দিয়েছ।
আমার প্রেম তোমার কাছে সবসময় মিথ্যা ছিল।
তার পরেও তোমার অভিযোগ।
আমি প্রেমিক না, আমি কঠিন পুরুষ।
হ্যাঁ, তোমাদের নাটক দেখতে দেখতে।
আমিও কঠিন হয়ে গেছি।
আমার চিন্তা চেতনা আর আগের মতো নেই।
তুমি প্রেম শেখালে আমি প্রেমিক হতাম।
তুমি আমাকে সম্পদ চিনিয়েছ।
আর পুঁজিবাদী সমাজে ঠেলে দিয়েছ।
আমি প্রেমিক হতে পারিনি।
আমাকে তুমি প্রেমিক হতে দিলে না।
তুমি প্রেম শেখালে আমিও প্রেমিক হতাম।
তুমি প্রেম না, বাস্তবতা দিয়েছ কঠিন হাতে।
আমি পুরুষের হাজারো ভুল,
হাজারো আমার অপরাধ।
আমি অপরাধী, আমি প্রেমিক হতে পারিনি।
আমি তোমার অধিকার দিতে পারিনি।
আমি পুরুষ, কঠিন আর পুঁজিবাদী এই সমাজে।
আমি এক বোকা পুরুষ।
আমি তোমার ছলনা বুঝিনি নারী।
আমি তোমার চোখের ভাষা বুঝি না।
তোমার চোখে তাকালে,আমি হারিয়ে যাই।
আমি বোকা পুরুষ।
আমি লোভী পুরুষ।
আমি কঠিন পুরুষ।
আমাকে এসব বানালো কে?
এর উত্তর জানিনা, আমি পুরুষ।
আমি মিথ্যা মিথ্যা কাঁদতে পারিনা।
আমার চোখে কোন জল নেই।
আমি মিথ্যাবাদী পুরুষ।
আমি অপরাধী, আমি পুরুষ।
আমি প্রেমিক হতে পারিনি।
আমি আসামিই রয়ে গেলাম।
তুমি প্রেম শেখালে হতাম প্রেমিক।
বি দ্রঃ আমি কোনদিন বলিনা যে আমি ভালো কবিতা লিখতে জানি। না কোনদিন বলেছি আমি কবি। কবিতার মাঝে আমি সেটাই লিখতে চাই। যে কথা কাউকে বলতে পারবো না। বললেও তর্ক করবে, বিতর্ক করবে। আর খারাপ ভাববে। মানুষের সাথে তর্ক করা আমার কোন দিনও পছন্দের ছিলনা । অনেক মনে করে, দেশে বেশি কবি হয়ে গেছে। আমি মনে করিনা । কারন সবাই কবি না, কেউ কেউ কবি। আধুনিক কবি জীবনানন্দ দাশ বলেছেন, “সকলেই কবি নয়, কেউ কেউ কবি”।
। আর আমিও নিজেকে কবি মনে করিনা। হ্যাঁ সব মানুষের একটা নেশা থাকে। আমারো একটা নেশা আছে। সেই ২০০৪ থেকে। আজো নেশাটা ছাড়েনি । কিছুই করার নাই । মনের সুখের জন্য মানুষ কত কি করে৷ আমি না হয় কলমকে অত্যাচার করি। কেউ কেউ তো গাজা, ইয়াবা খায়।
আমার উদ্যোগে ছোট একটা ব্লগ ওয়েবসাইট।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২০ সকাল ৯:৩০