তোমায় দেখেছি
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
ছবি গুগল
দেখেছি তোমায়
সাগরের তীরে, জলে ভেজা পা,
ভেজা চুল, দিগন্ত তোমার রূপে বিলীন।
তুমি রূপের ঝলক দেখিয়েছিলে,
এই ভুবন তা দেখে হল মুগ্ধ,।
জলের মাঝে সে মুগ্ধতা ছড়িয়ে গেলো।
আকাশে বাতাসে ছড়িয়ে গেলো,
পাখিদের কানে পৌঁছে গেলো সে খবর।
তুমি এসেছ, এই সমুদ্র তীরে,
তুমি এসেছ এই জলরাশির ভিড়ে।
তুমি কবিতা হয়ে, মুগ্ধতা ছড়িয়ে দিলে।
তোমার রূপে কবি হল দিশেহারা।
আজ সমুদ্রের ঢেউ উঠেছে,
মাতাল হাওয়া প্রেমে পরেছে তোমার।
তাই জলোচ্ছ্বাস আজ চির যৌবনা।
তোমায় দেখেছি।
মরুভূমির দেশে, মরূ কণ্যার বেশে।
নতুন আবেশে,কবিতার ছন্দে।
মরুর রাখালের প্রেমে।।
এক ফালি সমুদ্র চুম্বনে।
পিপাসিত বালকের ঠোঁটে।
ভালোবাসা নিয়ে তুমি।
ভালোবাসা হয়েছে প্রেমের ভূমি।
তুমি সেই রাজ্যের রাজকন্যা,
আমি রাখাল, পায়ের নীচে মরুভূমি।
তোমাকে দেখেছি।
দূরের সেই বন্দরে,
নাবিকের বেশে আমি,
প্রেমে পিপাসিত হয়ে খুঁজি তোমারে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০০