মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোমার ঠোঁটের স্নিগ্ধ চুম্বন।
উষ্ণ চায়ের একটুখানি আদর।
শেষ বিকেলের প্রেম জেগে উঠে।
পাখিদের ঠোঁটে
বৃষ্টিতে ভিজে গেলো তোমার ঠোঁট
আকাশে লিখলাম চিঠি ,
আমি আবার বৃষ্টি চাই ।
তোমার ভেজা ঠোঁটের প্রেমে হারিয়ে গেছে মন
আবার বৃষ্টি নামুক, ভিজে যাক তোমার শাড়ি ,।
আবার বৃষ্টি নামুক ভিজে যাক মনের বাড়ি ।
আমিও জাগ্রত প্রেম,
দেখেছি তোমার আকাশে।
আর স্নিগ্ধতা পেয়েছি তোমার স্পর্শে।
সেখানে প্রেম ছিলো, না আবেগ?
কতটুকু জানতে চেয়েছিলে তুমি।
কতটুকু জানা আছে আমার?
আমিও তোমার ঠোঁটে নোঙ্গর ফেলেছি,
প্রেমের জাহাজ আবার এসেছে তীরে।
তোমার একরাশ গভীর চুলের ভীরে।
তোমার চুম্বনের আবহাওয়া।
আজো উত্তাল সমুদ্রে তোলে ঢেউ।
নাবিক হয় দিশেহারা,
যৌবন খুঁজে সমুদ্রের ঢেউ।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫১