প্রশ্ন
**********
তুমি নিজের গান বাজাতেই মোবাইল কিনেছ।
তবে হেডফোনটা আমার কানে কেন??
তুমি তোমার কথা প্রচার করতেই "
দাড়ালে নির্বাচনে "
তবে আমাকে কেন বানালে সভাপতি??
তুমি নিজের মুখখানা টিভিতে দেখাবে '
তাই টিভি চ্যানেল খুলেছ।
আমাকে তবে কেন রাখলে?
তুমি ফেসবুকের গ্রুপ খোলেছ।
নিজের মন্তব্য প্রচার করবে "
নিজের মতবাদ প্রচার করবে।
তবে আমাকে সংযুক্ত করলে কোন কাজে?
তুমি সংবাদ পত্র খুলেছ
অনামে "বেনামে তোমার লেখাই প্রকাশ কর।
আমি তবে কেন???
তোমার যা কিছু আছে '
সেটা তুমিই ভোগ কর।
তবে আমাকে কেন দেখাও??
আমি কি তোমার মত লোভী??
সত্যকে তুমি স্বীকার করোনি '
তোষামোদ করা তোমার রক্তে আছে।
তুমি ছলনাময়ী হতে পারো "
তবে আমি কেন পারি না বলতে?
সব কিছু তুমিই ভোগ কর।
তাতে কিছু আসে না '
তবে আমার স্বাধীনতায় হাত '!!
মুখে কেন দিলে তালা '?
কলমের কালি বন্ধ কেন কর??
বার বার কেন পথরোধ কর??
বার বার কেন ছলনার মায়া দেখাও??
তোমারি তো সব "
আমার আছে কি??
আমি তবে কেন?
আজকাল মিডিয়া, পত্রিকা সব ব্যক্তিগত, ব্যক্তি ক্ষমতার তাবেদার। জনগন কোথায়? এইখানে আমি আসলে আমি না। দেশের প্রতিটা আমি, মানে জনগন। গণমাধ্যম কতটুকু গণমাধ্যম?? সবার কথা কতটা হয়? নেতাদের পস্টারের নিচে লেখা প্রচারে এলাকাবাসী, আসলে কি তাই? হা হা।। হাসির বিষয়। দুনিয়ার কোন যুগ ই জনগনের হাতের নাগালে ছিলনা।। মানুষ গুলো শুধুই মরে আর বাচে। ইতিহাস রচনাতেও রাজনৈতিক ইতিহাস। জনগন কোথায়?
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৫