নতুন দিন
___________
এবং আমি আবার জেগে উঠবো
ঘুমিয়ে যাওয়া সেসব মাটি হতে।
ঘুমিয়ে থাকা সব ভাবনা হতে।
অতঃপর সকালে সূর্য যেমন জাগ্রত হয়।
সকল অন্ধকার দূর করে ।
মরুভূমির বুকে যেমন ক্যাকটাস জাগে ।
সাহসী বুকে এক বিন্দু জল নিয়ে ।
তেমনি জেগে উঠবো একদিন ।
আসবেই একদিন নতুন দিন ।
আসবে আমাদের নতুন ভাবনারা।
যখন বন্ধ দরজা খুলে যাবে
নতুন আলো ঘরে আসবে ।
শীতল বাতাস হবে প্রবাহিত ।
তখন আবার জেগে উঠবো মোরা
পৃথিবীর বুকে নতুন বার্তা নিয়ে ।
পুরানো কে বিদায়ের ঘন্টা শুনিয়ে ।
আধুনিক চিঠি
•••••••••••••••
কাগজের চিঠি তো ফুড়িয়েছে।
এখন আর ডাকঘরে যাই না।
কত কি ভুলতে বসেছে সময় ।
"এখন সবাই ঘরে বসেই ।
চিঠি লিখে নতুন কাগজে।
ধরা যায় না যে কাগজ।
বন্ধু একটা চিঠি দিও।
আধুনিক চিঠি ।
কম্পিউটারে লিখে দিবে হয়তো
তোমার আঙ্গুলের স্পর্শে ।
লিখা হবে চিঠিখানা ।
চিঠি দিও ।
ডিজিটাল কোন মাধ্যমেই দিও।
যে চিঠি আসতে ডাক লাগে না।
সময় লাগে না বেশী।
যেতে হয় না এক ক্রোশ হেটে।
চিঠি জমা দিতে গন্জের ডাকঘরে।
যেতে হয় না কাগজ কিনতে।
যেতে হয় না মল্লিক বাড়ির হাটে।
সস্তা কাগজ কিনতে।।
"ঘরে বসেই পাঠাতে পারো।
তবু কেন দাও না "
একটা আধুনিক চিঠি।
চিঠি দিও।
সঙ্গে দিও তোমার বন্ধুত্ব।
দিও অফুরন্ত আঁশা।
একটা আধুনিক চিঠি দিও।
যখন হবে অবসর ।
কাক ডাকা ভোরে।
রৌদ্রজ্জল কোন দুপুরে।
কোয়াশা ভেজা কোন রাতে ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২০