আমাদের আমি
====
তবু আজো রাতের শহরে হাটতে নাই মানা।
অনেক কিছুই হলোনা জানা।
তোমাকে দেখার ইচ্ছা জাগে খুব।
বারবার আমি সেই গলিতে গিয়ে তাকিয়ে থাকি।
তোমার চলার শব্দ কানে আসে
একদিন এই কোলাহল ভরা শহরে।
তুমি হাজারো এসেছিলে হাজারো স্বপ্ন নিয়ে।
আজ স্বপ্নগুলো রাতের সাথে মিশে গেছে।
যেমন তুমি আছো মিশে এই অট্টালিকার পাশে।
তুমি তো তুমি নও।
হাজার কবির মিলনমেলা।
তুমি তো তুমি নও।
হাজাত রাজার যুদ্ধক্ষেত্র।
তুমি তো তুমি নও।
বাজারে বিকিয়ে দেয়া আতরের শেষ ঘ্রাণ।
কেড়ে নিয়েছো আমার প্রাণ।
তুমি তো তুমি নও।
আমাদের হাড়িয়ে যাওয়া আমি।
তোমার অমাবস্যার রাত,চন্দ্রের সাথে করে বিরোধ।
আমার পথিক মন সেই মহল্লাতে পাখি হয়ে উড়ে।
তোমার জানালার ধারে।
শান্ত তুমি, অগ্নিময় তুমি।
তুমিতো হাজার কবির কবিতা।
তোমাকেই খুঁজে এই ডাইরির পাতা।
আমামদের আমিতে হারানো প্রেম।
ভালোবাসা সব তোমারে আছে মিশে।
সুর তাল, লয় সব হারিয়েছে দিশা।
তোমার স্বপ্নের দেশে।
এইতো সেদিন পৃথিবীর সব মদ মাতাল হয়েছিল।
তোমার চাহনি দেখে।
যুদ্ধা পুরুষ মাতাল হয়েছিলো।
তোমার দৃষ্টি মেখে।
আমি প্রেমিক হতে পারিনি।
প্রেমিক হতে চেয়েও হারিয়ে ফেলেছি নিজেকে।
আমি বারবার খুঁজি তোমার মাঝে আমাদের আমিকে।
আমি তোমার চোখে সমুদ্র দেখেছি।
তোমার চোখে হারিয়ে গেছে কতো সভ্যতা,
কতো শহর, কত গ্রাম, আর নদী।
আমি তাদের ছায়া দেখেছি নিরবধি।
আমি দাঁড়কাক হয়ে, উড়েছি তোমার বারান্দায়।
তোমাকে দেখতে পাবো এই আশায়।
আমি তোমার ঘ্রানেই মাতাল হয়েছি,
শরাবখানায় আমার কি কাজ?
আমার যে নাই কোন লাজ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪