(সম্পূর্ণ আপডেটিত পোস্ট, মোট আপডেট সংযুক্ত হয়েছে ১১টি)
আজ ১৯শে ডিসেম্বর। বাংলা ব্লগ দিবস। বাংলা ব্লগ দিবসের ৪র্থ বছরের ঢাকা শহরের কেন্দ্রিয় আয়োজনে আপনাদের স্বাগতম জানাচ্ছি রিফু এবং ঘুড্ডির পাইলট। আমরা বেচে থাকলে শেষ পর্যন্ত আপনাদের আজকের এই আয়োজনের বর্ণনা দিয়ে যাব, তাই যারা এই আয়োজনে সশরীরে উপস্থিত হতে পারছেন না, তারা ভার্চুয়ালি আমাদের সাথেই থাকুন। আপনারা ভাবতে পারেন এক পোস্টে দুই ব্লগার কেন? আপনাদের কাছে অনুষ্ঠানের খবর পৌছাতে আমরা জীবন দিতেও প্রস্তুত, এইজন্য একজন ব্যাকআপ রাখা হয়েছে। যদি একজনের কিছু হয়, অপরজন ব্যাকআপ দিবে…
ব্লগডে লাইভ ব্লগিং কেন্দ্রের হটলাইন নাম্বার ০১৮৪৩৮৮৮৮৮১। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে লাইভ কমেন্ট করতে পারবেন।
আপডেট ১: ৫টা ৩০মিনিট
এখন দেখতে পাচ্ছেন আরসি মজুমদার মিলনায়তন ৪র্থ ব্লগ দিবস উদযাপনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভলান্টিয়াররা শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো খুঁটীয়ে দেখছেন।
কোয়ান্টাম ফাইন্ডেশন থেকে রক্তদানের ব্যবস্থা করা হয়েছে। ব্লগাররা রক্তদান করতে পারবেন এখানে।
চলছে লাইভ ব্লগিং। আমাদের পাশে দেখা যাচ্ছে ব্লগ ডে লাইভ দেখানোর জন্য লাইভ স্টিমিং এর ব্যবস্থা চলছে।
এখন পর্যন্ত আপডেট এ পর্যন্তই।
আপডেট ২: ৬টা ৩০মিনিট
*আমাদের প্রধান অতিথি জনাব ডঃ আনিসুজ্জামান আমাদের মাঝে
এসে গিয়েছেন।
*এখন চলছে ব্লগারদের স্মরণীয় অভিজ্ঞতা শেয়ার পর্ব।
* এখানে নেট কানেকশনের স্পীড খুবই কম পাওয়া যাচ্ছে, ফলে অনেকেই লাইভ স্ট্রিমিং এর লো কোয়ালিটির সম্মুখিন হচ্ছেন। আমরা আন্তরিক ভাবে দুঃখিত। ছবিও আপলোড করতে ঝামেলা হচ্ছে, আমরা সুযোগ পাওয়া মাত্র ছবি আপলোড করব।
*আলাদিনের চেরাগ খোঁজা হচ্ছে, একমাত্র দৈত্য ছাড়া কেউ নেট কানেকশন ঠিক করতে পারবেন বলে মনে হচ্ছে না।
আপডেট ৩: ৬টা ৫০মিনিট
* আমাদের সন্মানিত বিশেষ অতিথিরা স্টেজে তাদের আসন গ্রহন করেছেন।
*এখন বক্তব্য দিচ্ছেন ডঃ ফাহমিদুল হক। তার আগে বক্তব্য পেশ করেন ডঃ আনিসুজ্জামান স্যার।
আপডেট ৪: ৭টা ২৫মিনিট
*অনেকেই না এসে পৌছানোয় ব্লগারদের ধরে ধরে স্টেজে উঠানো হয়েছে। চান্সে স্টেজে উঠে যাওয়া ব্লগারদের ভিতর আরজু পনি এবং কৌশিক অন্যতম।
*ফিসফাস শোনা যাচ্ছে একটু পরে নাকি রম্য নাটক হবে, অনেকেই দেখা যাচ্ছে এটা নিয়ে ভালই এক্সাইটেড। ভলান্টিয়ার নাটকের প্রস্তুতি নিচ্ছেন।
*রাস্তায় জ্যামের কারনে জানা আপু এখনও এসে পৌঁছান নাই। আজকে রাস্তায় ভয়াবহ জ্যাম, আমি নিজেও তন্ময় ফেরদৌস ভাইয়ের সাথে পল্টন থেকে হেটে এসেছি...
*এসির বাতাস সম্ভবত ভালই আরামদায়ক, অনেকে আরামে ঘুমাচ্ছেন
আপডেট ৫: ৭টা ৪৫মিনিট
* জানা আপু আমাদের মাঝে চলে এসেছেন, তারপর কৌশিক ভাই ব্লগের মাধ্যমে টাকা কামানোর সিস্টেম সেখানশেখান।
* জানা আপু আমাদের মাঝে দুটি কথা শোনাচ্ছেন।
* এখন একটি অসাধারণ টকশো হচ্ছে, বাড়ি গিয়া ভিডিও আপলোড দিমুনে...
আপডেট ৬: ৮টা ২০মিনিট
*অসাধারন একটা নাটুক দেখাইল পোলাপাইন। হাসতে হাসতে শেষ ,
* শ্রেষ্ঠ ব্লগার ঘোষণা চলছে, প্রথমে শ্রেষ্ঠ ব্লগার ঘোষণা করলেন শব্দনীড় ব্লগের মডূ। সেখান থেকে সরবচ্চ পোস্টদাতা এবং সরবচ্চ কমেন্টার পুরস্কার নিয়ে গেছে
* এরপর শ্রেষ্ঠ ব্লগার ঘোষণা করলেন কমজগত ব্লগের মডূ। সেখান থেকে সরবচ্চ পোস্টদাতা বিদ্যুৎ বিশ্বাস এবং সরবচ্চ কমেন্টার হিসেবে সাগতা পুরস্কার নিয়ে গেছে । বলেন তো আমি তাদের নাম জানলাম কিভাবে? কারন তারা আমার পাশেই বসে আছে
* এবার ডাঙ্গুলি ব্লগের পালা, এবং একই রুটিন... :-<
* এর ভিতরেই ইতিমধ্যে ব্লগারদের ভারি ভারি কথা সহ্য করতে না পেরে মাইক্রোফোনটাই নস্ট হয়ে বন্ধ হয়ে গিয়েছে
আপডেট ৭: ৮টা ৩০মিনিট
* আর কেউ রিফুকে পাত্তা না দিলেও আরিল ভাই ঠিকই আমার একটা ছবি তুলেছেন...
* এখন চলছে খাওয়া দাওয়া পর্ব, মু হু হা হা...
আপডেট ৮: ৮টা ৫০মিনিট
*খাওয়া দাওয়া শেষ।
*কেউ যাতে একাধিক খাবার প্যাকেট না পায় সেদিকে কড়া নজর রেখেছি, তবে ভলান্টিয়ার হিসেবে নিজেই ৪প্যাকেট মেরে দিয়েছি
*খাওয়া শেষে কি বিপদ, কেউ ভিত্রে থাকতে চায় না। সবাই বাড়ি হাটা দিতে চান। ভলান্টিয়ার হিসেবে অনেককেই ধরে ধরে হলে ঢুকিয়েছি...
* এখন ব্লগের ইতিহাস এবং ব্লগ পরিবার বর্ণনা করছেন জানা আপু এবং আরিল ভাই।
*ভলান্টিয়ার দের সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হল। এতক্ষনে রিফু স্টেজে উঠার চান্স পাইল।
আপডেট ৯: ৯টা ৪৫ মিনিট
*অনুষ্ঠান শেষ...
*বেচে থাকা খাবারের প্যাকেটগুলো নিজ দায়িত্তে বুফে স্টাইলে খতম করছি আমরা ভলান্টিয়াররা...
*কি কিসে কিভাবে কখন বাড়ি ফিরবে তা নিয়ে তুমুল আলুচনা চলছে...
আপডেট ১০: পরের দিন ৮টা ৪০মিনিট
*একটা ইভেন্ট ম্যানেজ করতে এতো খাটনি আগে বুঝি নাই, তাই ইভেন্ট শেষ করেই চলে গিয়েছিলাম চাচার বাসায়। দুটো ভালো মন্দ খেয়ে কেবল বাসায় ফিরলাম...
*ইয়ে মানে, এতো পরিমান খাবার প্যাকেট সাইড করেছি যে এখনও ফুরাতে পারি নাই... :#> :#> :#>
*বাকি ভলান্টিয়ারদের জন্য কুইজ, বলেন তো বেচে যাওয়া ভলান্টিয়ার কার্ডগুলো এখন কই?
*অবশেষে পোস্টে ফাইনাল আপডেট দিলাম, ও রিপস্ট মারলাম। আমার লাইভ ব্লগিং ফুরল, নটে গাছটি মুরোলো...
আপডেট ১১: তারও পরের দিন ১টা ১০মিনিট
*ব্লগডে স্পেশাল ফান ঠকশোর ভিডিও আপলোড করলাম। এই যে লিঙ্ক ।
লাইভ ব্লগিং প্যানেলঃ
*সমস্ত পোস্ট কস্ট করে লিখেছি আমি রিফু
* প্রথম দিকের কমেন্টের উত্তর দিয়েছেন কালা মনের ধলা মানুষ।
*পোস্ট আপডেট দিতে সহায়তা করেছেন অতনু এবং আবু সালেহ
*পোস্টের হেডলাইনে নাম থাকার পরেও পোস্টের কামে তেমুন একটা হেল্প না কৈরা নাটক কৈরা বেড়াইছে ঘুড্ডির পাইলট ভাই। [ঝাতির কাছে বিচার চাই ]
*ছবি তুলে সাহায্য করেছেন তন্ময় ফেরদৌস।
*আমার ল্যাপটপ বেচারাকেও অবশ্যই ক্রেডিট দিতে হবে... ইনি লাইভ ব্লগিং এর মুল হাতিয়ার ছিলেন...
অবশেষে একটি সফল ইভেন্ট শেষ হইল, ভালো একটা সময় কাটাইলাম। থ্যাঙ্কস টু আয়োজক দল, (যার মইধ্যে আমিও আছি )
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮