ইচ্ছে ছিলো অনেক গভীরে যাওয়ার
অথবা না যাওয়ার দারুন প্রবণতা ছিলো
জন্ম থেকে মানুষ হারাতে হারাতে
কতটুকু নিংড়ে একাকিত্ব নিয়ে বেঁচে থাকে
তা দেখার বড্ড ইচ্ছে ছিলো।
পদ্মার পানি শুকিয়ে গেলে মাটিগুলো কি ভাবে হাহাকার আর্তনাদ করে
মানুষ মরে গেলে কচু পাতার সাথে তার কথা হয় কি না
পিপড়েরা পাশ দিয়ে হেটে যায় কি না
ভোরের শালিকের হাক ডাকে লাশটা আবার জেগে ওঠে কি না
সেগুলো দেখবার বড্ড ইচ্ছে আমার।
ইচ্ছে গুলো কেমন যেন
আচরণটাও উলোটপালট
বিকট শব্দ করে জীবনটাকে মরা বট গাছের পাতার মত আকড়ে রাখতে চায়
তবুও ইচ্ছেরা একান্তই আমার