এক দিন আগে দেশে আবারো জঙ্গি হামলার মত একটা ঘটনা ঘটে গেলো যেখানে ১ বা ২ জন নিহত হয়েছে। আমাদের দেশে এক শ্রেনির রাজনৈতিক পক্ষপাত টাইপের অসংখ্য বোদ্ধার চলন ও বলন আছে যারা সেই ঘটনাকে পুজি করে বিরাট একটা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ খোজে। গতদিনের ঘটনার পর মিনা ফারাহ নামের একজনের ব্যক্তিগত পেইজ এর একটা স্টাটাস দেখে খুব অবাক হলাম। তার প্রোফাইল এবং ফলোয়ারস দেখে বোঝা গেলে উনি বর্তমান সময়ের একজন উঁচু সমাজবোদ্ধা এবং মানবাধিকার কর্মি!
রাস্তার একজন অশিক্ষিত ফুটপাতের মানুষ যদি কাউকে সামান্য কারনে শুয়োরের বাচ্চা বলে গালি দেয় তাতে খুব বেসি অবাক হওয়ার কিছু নেই কেননা ওর শিক্ষা বা পরিধি এই টাইপের। কিন্তু একজন উচ্চ মর্গীয় সমাজ বোদ্ধা যদি শুয়োরের বাচ্চা বলে গালি দেয় তখন বিষয়টা কেমন মনে হবে আপনার কাছে! নাহ! আমি যার কথা বলছি তিনি শুয়ের বাচ্চা বলে গালি দেন নি তবে তার স্টাটাসে দুদিন আগে ঘটে যাওয়া জঙ্গি হামলা নিয়ে বর্তমান সরকার কে উদেশ্য করে যে মন্তব্য বা স্টাটাস দেখালাম! তাতে আমি যদি তার স্টাটাসকে জারজ মন্তব্য হিসেবে গণনা বা বর্ণনা করি বোধ করি সেটা ভুল হবে না।
আমাদের বর্তমান সমাজে এই শ্রেনির জারজ মন্তব্যকারী বোদ্ধার সংখ্যা এখন আঁকাশচুম্বি। এই মিনা ফারাহ এই জঙ্গি হামলাকে ভারতের সাথে জড়িয়ে একটা উসকানি মূলক বক্তব্য দেয়ার চেষ্টা করছেন যেখানে দেশের ভেতরে দারুন বিশৃঙ্খলা তৈরি হয়। তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন ভারতের সেনা বাহিনী অচিরেই দেশের ভেতরে ঢুকে মার্কিনিদের মত তান্ডব চালাবে। ভারতকে ধরে কয়েকটি জঙ্গি রাষ্ট্রের নাম তিনি উল্যেখ করেছেন যেখানে পাকিস্থানের নাম নেই। আমি আসলে ওই বর্ণনায় যেতে চাই না।
শুধু মিনা ফারাহ নয় আমার পরিচিত কিছু ঘোর বি এন পি মাইন্ডেড বন্ধু বা সিনিয়রদের গতদিনে ঘটনার পর এমন মন্তব্য চোখে পড়লো। তারা পাকিস্থানকে আড়াল করে ভারতকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে এবং সাধারন মানুষকে বোঝানোর চেষ্টা করছে বর্তমান সরকার দেশটা অলরেডি ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এটা বেস হাস্যকর বটে।
যারা এই ধরনের মন্তব্য করে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদের আসলে কি করা উচিৎ!
উচিৎ অনুচিৎ এর ব্যাখ্যা দেয়ার যোগ্যতা আমার নেই।দেশে এক শ্রেনির মানুষ অনেক আগে আর্বিভাব হয়েছে যারা পাকিস্থান কে আড়ালে রেখে ভারতকে পেচিয়ে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আর এই মানুষের গোড়া খুজলে বি এর পি নামক একটা রাজনৈতিক দলেরই শেকড় পাওয়া যাবে যাদের কাছে দেশটা বড় নয় বড় হচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থ। তারা ভারতকে টেনে কথা বলেন প্রায়ই। কিন্তু ভারতের হাজারটা খারাপের ভেতরে একটা ভালো গুণ আছে সেটা কি তারা জানেন বা মানেন! ভারত দেশের স্বার্থে সব ধরনের রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে একে অপরের সহমর্মিতার হাত বাড়ায়। আর আমাদের দেশের মানুষ!
আমি কোন দলের পক্ষে কথা বলছি না তবে আমি দেখেছি বি এন পি পন্থি মানুষেরা সব সময়ই দেশের ভেতরে কিছু হলেই ভারতকে টেনে উশৃঙ্খল বক্তব্য দেয়ার চেষ্টা করে! এবং তাদের মুখে আমি কখনো শুনিনা যা পাকিস্থান একটা খারাপ রাষ্ট্র। তার মানে কি তারা মুক্তিযুদ্ধের রেশ টেনে কথা বলেন এখনো। যেহেতু তাদের বড় শরীক জামায়াত সেহেতু খারাপ হলেও তাদের পক্ষ নিয়ে কথা বলে পাকিস্থান কে সাধু সাভ্যস্থ করা!
যতদিন পর্যন্ত দেশের স্বার্থকে বড় করে আমরা দেখতে না পাবো ততদিন আমরা নিজেদের ভেতরে পরিবর্তন আনতে পারবো না। আমরা সবাই এখন রাজনৈতিক দন্দে কথা বলি।রাজনৈতিক স্বার্থের কথা ভাবতে গিয়ে আমরা ভুলে যায় আমরা বাঙ্গালী, আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য একটা ইতিহাস আছে যা পৃথিবীর কোন রাষ্ট্রে এমন নজির নেই।
আসুন আগে বাঙ্গালী হই তারপর রাজনীতি করি।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৩