ভেবেছিলাম কিছু দিন পরেই ফেসবুক লাইভ বন্ধ হয়ে যাবে! ভাবনাটা আমার দু:স্বপ্নের মতই রয়ে গেলো! যেহেতু আমরা স্বভাগত ভাবেই হুজুগে এটা সে কারনেই ভেবেছিলাম! তারমানে অন্তত হুটহাট করে নোটিফিকেশান বা বিরক্তিকর শব্দ প্রয়োগ করে বাংলা ভাষাকে ধর্ষণ করা চোখে পড়বে না! কিন্তু হায় এখনো সেটা বহাল তবিয়তেই আছে। নিজের ভাষাকে কি ভাবে ধর্ষণ করতে হয় সেটা ফেসবুক লাইভারদের কথা না শুনলে বুঝতেই পারতাম না। তারা যে ভাবে শব্দ প্রয়োগ বা উচ্চারণ করে কথা বলে বিশেষ করে মেয়েরা তাতে আমার মনে হয় এই ভাষা পৃথিবীতে নতুন আবিস্কার হয়েছে! যে ভাষার সাথে আমার পরিচয় নেই!
ভাষা বা শব্দ প্রয়োগের কথাই যখন উঠলো তখন আর একটু বলে রাখি। আমি যাদের কে মিডিয়ার নির্মাতা গুরু বলে মনে করে থাকি তাদের বেসির ভাগই ব এবং ড় এর ব্যবহার জানেন না বলে মনে হয়। কোনটা ‘পরা; আর কোনটা ‘পড়া’ মানে শব্দটা যদি হয় পরে সেখানে তিনি লিখছে পড়ে!
শুধু আমার নির্মাতা গুরুজনই নয়! আমার পরিচিত বেস কিছু সেলিব্রেটি কথা বন্ধু মানে আর জে ভাইদের ঠিক একই কাজ করতে দেখছি! যিনি নির্মাতা, যিনি কথা বন্ধু বা যিনি সাংবাদিক তিনি বা তিনারা যদি এমন উদ্ভট শব্দ প্রয়োগ করে কথা বলে তাহলে ফেসবুক লাইভে এসে এ দেশের বেসিরভাগ ঢঙ্গি তরুণ তরুণীরা ভাষাকে ধর্ষণ করবে এটা স্বাভাবিক ঘটনা।
আর সেখানে আমার মত অাবাল শ্রেনীর কম শিক্ষা জ্ঞান থাকা মানুষ কি করবে সেটা কি জাতি একবার ভাবে!
আপনাকে আসার জন্য আমি যদি বলি ‘আপনি পড়ে(পরে) আসেন!’’ অথবা আপনি কোন ইয়ারে পরছেন(পড়ছেন) এটা আমার মুখ থেকে বের হয় তাহলে নিশ্চয় মহাবাংলাদেশ মানে মহাভারতের গোষ্টি উদ্ধার হবে না! আমি তো আপনাদের মত চিটার মানে টিচার মনে করি না নিজেকে!
কিছু ভুল ভাল বললে আমাকে ক্ষমা করে দিবেন গুরুঠাকুর এবং গুরুমহাসয়েরা! আমি আপনাদের দিক্ষা নিয়ে সঠিক পথেই চলতে চাই....
জয় গুরু......!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১১