প্রথম খবর সম্প্রতি ইয়াহু ইনডিয়ার এক জরিপের হিসেব অনুযায়ী বলিউড তারকা সালমান খানকেও ছাড়িয়ে গেছেন হিরো আলম গুগল সার্চে।
দ্বিতীয় কথা হিরো আলম ‘প্রাণ মানুষ’ নামক একটা সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছে যা ২০১৭ সালে মুক্তি পাবে।
আর এখন তো সে নিয়মিত নাটক এবং বিজ্ঞাপনে কাজ করছে। একটা ছেলে বছরের পর বছর সাধনা,ধ্যান জ্ঞান অর্জন করে সব ধরনের যোগ্যতা থাকার পরেও এই মিডিয়ায় তার কাঙ্খিত লক্ষে পৌছাতে পারে না সেখানে একজন হিরো আলম দুৃদিনেই সেলিব্রেটি হয়ে যেতে পারে! এটা আমাদের জন্য লজ্জার না পরম সৌভাগ্য সেটা আসলে আমার এই ছোট মাথায় কখনো ধরে না।
আচ্ছা এই আলম কোন যোগ্যতায় এতবড় সেলিব্রেটি হলো তা আমাকে কি কেউ বুঝিয়ে বলতে পারবেন! পৃথিবীর কোন দেশে কি এরকম নজির আছে যে হিরো আলমের অবস্থানের মানুষ হুট করে বা রাতারাতি সেলিব্রেটি হয়েছে? আমি আসলে হিরো আলমকে অসম্মান করে কোন কথা বলছি না! কিন্তু ওর যোগ্যতাটা কি? বা ওর যোগ্যতার কাছে অন্যরা যারা উঠতে পারছে না তাদের পার্থক্য বা ব্যবধানটা কি?
হিরো আলম যদি একটা সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার সুজোগ পায় তবে সেটা অবশ্যই হিরো আলমের দোষ নয়, দোষ আমাদের চিন্তা ও চেতনার। নিজেদের সিনেমা যেখানে বিতর্কিত, যখন ভালো সিনেমা উপহার দেয়ার চেষ্টা চলছে তখন হিরো আলমকে প্রধান চরিত্র করে সিনেমা বানানো শুধু হাস্যকরই নয় এখানে নিজেদের সিনেমাকেও হাজার ধাপ পেছনে নেয়ার পায়তাড়াও..!
আমরা আসলে কিসের মুল্যায়ন করতে শিখেছিনাকি শুধুমাত্র আমরা ব্যবসায়িক মানুষিকতা নিয়ে জন্মেছি যেখানে দেশ, যোগ্যতা, কৃষ্টি, নিজেস্ববোধ, শিক্ষা সবকিছুকই ধূলিকণা মাত্র! ক্ষমা করবেন সবাই হয়তো ভাবছেন হিরো আলমকে আমি তাচ্ছিল্য বা অবমুল্যায়ন করছি! কিন্তু এই বিষয়টা কি এমন নয় যে বাঙ্গালি সব সময় হুজুগে টলতে টলতে মাতাল হয়ে পড়ে! যেখানে ভালো মন্দের বাজ বিচার করার সুজোগ থাকে না।
আসলেই কি আমরা হুজুকে! নাকি আমিই ভুল......!
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩