একটু দূরে গেলেই কি রোদ্দুর রঙ পাল্টায়?
শেষ বিকেলের সোনারঙা রোদ হয় কুয়াশার আরেক রঙ,
যেন আধখানা ইটের চাপে ধূসর দূর্বা মলিন?
একটু আড়াল হলেই কি মেঘ ছন্দ হারায়?
বৃষ্টি নামে অসীম বিরহের নোনা স্বাদে
পেঁজা তুলো যেন মৃত কাকের নিকষ পালক
একটু পা চললেই কি ঠিকানা মেলে?
পথ কি তখন তেপান্তরের মাঠ?
ঠিকানার ছদ্মবেশে যেন কৃষ্ণবিবর।
একটু বাঁধন ছিঁড়লেই কি তানপুরাটায় সুর কাটে?
আর সাদা হাঁড়ের খাঁচায় হৃৎপিন্ড ঝাঁপটায়?
যেমন সোনার খাঁচা কাটে বোকা ময়না?
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬