আজ থেকে কারাগার মুক্ত মানুষের ঠিকানা হয়ে গেছে,
আর শিকলাবদ্ধ মানুষরা দেশময় ঘুরে বেড়ায়
ভয় নেই তারেক, কোকো,
কিংবা দূর গ্রামের শিশুরা আমরা জেগে আছি৷
শকুনের নজর থেকে স্বাধীনতার নিশান বাঁচাব
বলেই জীবনে বেঁচে আছি
'আমি জিয়া বলছি' ঘোষণার প্রতিধবনি বেঁচে থাকবে দিন চিরদিন চারপাশে
নিজেদের লোভের দাপটে
'র' বা 'শ্যামচাচার' খাঁচায় বন্দি মুর্তিগুলো যতই নাচুক
কারাগারের দেয়াল ভেদ করে সূর্য উঠবে-
যেমন উঠেছিলো জালিওয়ানবাগের রক্ত- স্রোতের মধ্য দিয়ে
যেমন উঠেছিলো তিতুমিরের বাঁশের কেল্লা মধ্য দিয়ে
যেমন উঠেছিলো ৭১য়ে
এক দলের পাঁচিল ভেংগে যেমন উঠেছিলো ৭৫য়ে
সূর্য উঠবে, আলো ছড়াবে
সূর্য উঠবে, আলো ছড়াবে
সূর্য উঠবে, আলো ছড়াবে
সূর্য উঠবে পাখি গান করবে,
মানুষ হাসবে এবং মুক্ত মানুষের স্রোতে
এসে মিশে যাবে খালেদা জিয়া
সূর্য উঠবে
বাংলার স্বাধীনাতার কারিগরদের রক্ত কখনও শুকিয়ে যাবে না
তাদের আহবান আজানের ধবনি হয়ে বাজতে থাকবে ঘরে ঘরে
শুধু কিছু দ্বিপদী, মানুষের কলংক হয়ে থাকবে
কলংক হয়ে থাকবে দেশ জাতি ও সেনাবাহিনীর
শয়তান লক্ষ্য করে পাথর ছোঁড়ার মত আমরা আজ এবং আগামিকাল
তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়বো মা
-'ধবংস হোক সব শয়তান!'