খোলা জানালা।
হুহু করে বইছে বাতাস।
অগ্নি কাঠির ধুম্রজালে
অতীত গড়ে মনের আকাশ।
আকাশ জুড়ে রঙের খেলা।
রঙ চলে যায় দিগন্তে।
স্মৃতির পাতা উলটে দেখি,
কী ছিল সেই বসন্তে।
সবে তখন কলেজ পড়ি।
নিজের কাছেই নিজে তখন
প্রাপ্ত বয়স লাভ করা এক সদ্য যুবক।
পৃথিবীটা রঙীন ছিল,
সাদা কালোর বাস্তবতা তখন যেন আড়াল যাতক।
ঠিক তখনই মনের দেয়াল
ছুয়ে গেল সজীব প্রাণের ভালোবাসা।
রঙের আকাশ হঠাৎ যেন আরো রঙের ছোঁয়া পেয়ে
ঠিক খুঁজে নেয় আনন্দের এক উচ্ছ্বলতার সরব ভাষা।
রক্ত জুড়ে জাগে নেশা,
নেশা পেলো প্রেম নামে এক আজব লোকের।
নেশার পিছে ছুটতে গেলাম
পিছে ফেলে আগের দেখা স্বপ্ন চোখের।
এই কদিনে অনেক জনের হাত ধরেছি।
অনেক বারে মনের আবেগ হলো কত বহু ছলে বহিঃপ্রকাশ।
রোমান্টিক আলাপনে, কত যে রাত পার হলো আর
কত গানের সুর তুলেছি, কত কথার ফুলঝুড়ি, নেই হিসাব নিকাশ।
অবশেষে কলেজ পাশের সময় হলো।
জীবন রথের নতুন পথের সন্ধান এলো।
নতুন পথে এই অধমে নতুন আরেক সঙ্গী পেলো।
কতক সময় চলার পরে সে জন আবার চলেও গেলো।
কী নাম ছিল বলব না তার।
আমি তাকে ডাকি বলে হাসনাহেনা।
হাসনাহেনার মতই তাহার শুভ্র মুখের
হাসির মাঝে এক ফালি চাঁদ যায় যে চেনা।
কেমন করে কোন সকালে কোন গগনের তারার মতন,
হারিয়ে গেলো হাসনাহেনা।
অন্য নিশায় এমন চাঁদের এমন আলো ফুটবে যেদিন,
সেদিন হবে সেই ঘটনার গল্প শোনা।
তারপরে আর মন হরেনি কোনো ফুলের সুবাস পেয়ে,
প্রাণ রাঙেনি রঙীন আকাশ উড়তে গিয়ে।
কেউ চলেনি একা পথের সঙী হয়ে।
কেউ ধরেনি এ হাত আমার ভালোবাসার সংজ্ঞা নিয়ে।
অগ্নি কাঠির আগুন এবার নিভে গেছে।
বাইরে চলা হাওয়ার মাতন যায় না রোখা।
হাসনাহেনাই ছিল আমার শেষ বিকেলের
অস্ত যাওয়া একটুখানি চোখ জুড়ানো আলোর রেখা।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৯