মাগো, আমি পৌঁছে গেছি দ্বারে।
আর কিছুখন বাদে তোমায়-
দেখব দুচোখ ভরে।
মাগো, আমি পৌঁছে গেছি দ্বারে।
স্বপ্ন নিয়ে আসছি আমি-
তোমার কোলে ফিরে।
মাগো, আমি পৌঁছে গেছি দ্বারে।
এক মুঠো চাউল সেদ্ধ দিও-
আমার জন্য ভোরে।
গত ঈদে একটা ছেড়া শাড়ি পড়েছিলে।
বাবার সেই একরঙা সাদা পাঞ্জাবিও পড়া যায় না।
ছোট ভাইটাও অনেকদিন ধরে -
একটি বাহারি শার্টের আবদার করে আসছিল।
ছোট বোনের খেলার পুতুল, মাথার বেণীর ফুল,
কৌটো ভরা প্রসাধনী, দুটি কানের দুল।
আরো আছে লাল রঙা এক প্রজাপতির পাখা,
পরী হয়ে ছুটবে কত, নাচবে গাছের শাখা।
সবই আছে আমার কাছে যত্ন করে রাখা।
ভাই বলে বোন ডাকবে আবার,গাইবে আদর মাখা।
আর কিছু ক্ষন বাদে তোমার ছেলের মুখটি দেখে,
আঁচল দিয়ে মুছবে আমার ঘাম যা আছে মুখে।
দূরে বসে এই দেখে আজ কাঁদবে বাবা সুখে।
এবার বাড়ি আসতে আমায় কেইবা আবার রোখে।
স্বপ্ন নিয়ে আসছি আমি, চলছে আমার গাড়ি,
বছর জুড়ে গুনছি প্রহর,ফিরব আবার বাড়ি।
এবার আছে অনেককিছু, দিচ্ছি পাথার পাড়ি।
বাবার জন্য পাঞ্জাবী আর তোমার জন্য শাড়ি।
চলছে গাড়ি, বইছে হাওয়া, দিগন্তে আজ মেঘ।
উড়ালপংখী নায়ের আমার বাড়ছে ক্ষনে বেগ।
এইতো মা, আসছি আমি, আর কিছুখন রোসো।
তোমার কাছে ফিরব আমি, হয়েও মরা লাশও।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:২৯