শোন বন্ধু,বলিব দু'তিন কথা।
হয়তো শুনিলে, বাঁধিবে মনেতে,
কপালে পড়িবে ভাঁজ।
শোন বন্ধু, কিছু মনে করিও না আজ।
অনেক ভাবিয়া, ভাবিয়া ফিরিয়া
ফের বুঝিলাম আজ।
তোমায় বলিলে কী লাভ হইবে?
হইবে তোমার লাজ?
শোন বন্ধু, কিছু মনে করিও না আজ।
কাদের লেহনে প্রলুব্ধ আজি,
তুমি জান না কি তা?
আমি জানি, মৌচাকে আজ মধুর ক্ষরণ,
ক্ষরণ ফুরোলে মৃত্তিকাতে,
তোমার পড়িবে পা।
কাছের মানুষ বলিয়া, ডাকিছ,
দূরের মানুষ কাছে।
দূরে ঠেলিয়া বলিতেছ মোরে,
তোর মত কে আছে?
আমার কাঁধে হাত রাখিয়া
দিয়াছিলে এক কথা।
কথার সাগরে হারাইয়া আজি;
কাটিয়াছি মোর মাথা।
মাথা কাটানোর কি যন্ত্রনা -
তুমি কি বুঝিবে তা?
সজ্ঞানে আজ দিলে সজোড়ে,
আমার মনেতে ঘা।
যে কথা তুমি, দিয়াছিলে মোরে;
তা করিয়াছ পূরণ।
নিজ অজান্তে ঘটাইলে তুমি
মোর বিশ্বাস হরণ।
বিশ্বাস কি? বিশ্বাস নয়,
কী আসে যায় তাতে?
কাঁসার থালা বলিয়া দিয়াছ,
মাটির বাসন হাতে।
যাহাদের হীতে, মান মোর তুমি,
নীচু করিলে কেবল।
বিপদে বন্ধু, আঁধার রাতে,
তারাই মারিবে ছোবল।
শোন বন্ধু, বলিয়া গেলাম আজ,
অদূর প্রভাতে পূব দিগন্তে,
দেখিবে রবির তাজ।
তাজ ভেদিয়া ছড়াইবে আলো,
এই পৃথিবীর বুকে।
ঘাড় ফিরাইয়া দেখিবে শুধু,
বলিবে না কিছু মুখে।
শোন বন্ধু, বলিলাম কিছু কথা।
আজিকে তোমার সাথে।
মস্তিষ্কে ক্রোধ জাগিল, নিজ অজান্তে তোমার মনে
পড়ায়ে দিলাম খাঁজ।
কী আসে যায় তাতে?
শোন বন্ধু, কিছু মনে করিওনা আজ।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:১২