সেদিনের সকাল থেকেই লাল, নীল, হলুদ, সবুজ
- বাহারি রঙা সব প্রজাপতি দখলে রেখেছিল শাহবাগের আকাশ
সন্ধ্যে নামতেই জোনাকীরা জ্বেলেছিল মিটমিট আলো
হিমেল বাতাসে গাছের পাতাদের মাঝে চলছিল ফিসফাস;
ওরা আজ আসবে,
বহুদিনের তৃষার্ত শুকনো চোখ দু'টিকে ভিজিয়ে দিতে ওরা আসবে
ষোল থেকে তেইশ
মাত্র আট দিনের উপস্থিতি
কি নিগূঢ় টানে বেঁধে রেখেছিল প্রতিটি মুহূর্ত
হাতের মুঠোয় ছিল কখনো চিনেবাদাম, লজেন্স অথবা কাঠবাদামের সমর্পণ;
এ পথ থেকে ও পথ
হাকিম চত্বরে দাঁড়িয়ে খিচুড়ি আর চা
লালবাগে মদিনার মিষ্টি
সবকিছুতেই ডানা মেলেছে প্রজাপতি দল;
হাতে কলাপাতা রঙ চুড়ির রিনিঝিনি
হৃদয় মাঝে বুদ্ধ ধ্যান মগ্ন
ধোঁয়া ওঠা সন্ধ্যেয় এক কাপ রবি গান
চলে যাওয়ার সময় হয়ে এল বটে;
খানিক বাদেই আকাশে উড়াল দেবে যন্ত্রপাখি
চাকা গড়াতে শুরু করেছে পিচঢালা পথ ধরে
ফিরতি পথে আসীন অমিত - লাবণ্য
পাশ আয়নায় বিদায়ী উদ্যত হাতে রবিঠাকুর।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১