আসসালামু 'আলাইকুম
পূর্ব প্রকাশের পর............
এমনই সময়ে আল্লাহ তা'য়ালা ঈসা ইবন মারইয়াম (আঃ) কে আসমান হতে প্রেরন করবেন। তখন তিনি হলুদ বর্ণের দুটি কাপড় পরিহিত অবস্থায় দামেস্কের পূর্ব প্রান্তরের শ্বেত মিনার হতে দুইজন ফেরেশতার পাখার উপর ভর করে অবতরন করবেন।তিনি যখন মাথা নিচু করবেন তখন তাঁর মাথা হতে ফোটা ফোটা ঘাম ঝরতে থাকবে। আর যখন মাথা উচু করবেন তখন তাঁর মাথা হতে স্বচ্ছ বিচ্ছুরিত মনি মানিক্যের ন্যায় ঘাম ঝরতে থাকবে।
যখনই কোন কাফের তাঁর শ্বাসের বায়ু শুকবে তৎক্ষনাৎ সে মৃত্যুর মুখে পতিত হবে। আর তাঁর শ্বাস বায়ু পৌছাবে তাঁর দৃষ্টির প্রান্তসীমা পর্যন্ত।
এমতাবস্থায় তিনি দাজ্জালকে খোজ করতে থাকবেন। অবশেষে (বায়তুল মুকাদ্দাসের) লুদ্দ নামক এক দরজার কাছে পাওয়া মাত্রই তাকে হত্যা করবেন। অতঃপর ঈসা (আঃ) এর কাছে এমন এক সম্প্রদায় আগমন করবেন যাদেরকে স্বয়ং আল্লাহ তা'য়ালা দাজ্জালের বিপর্যয় হতে রক্ষা করেছেন। তখন তিনি তাদের মুখমন্ডলে হাত বুলাবেন এবং তাদের জন্য জান্নাতে কি পরিমান মান মর্যাদা রয়েছে তার সুসংবাদ প্রদান করবেন। এমন পরিস্থিতিতে আল্লাহ তা'য়ালা ঈসা (আঃ) এর নিকট এই মর্মে বার্তা প্রেরন করবেন যে, আমি আমার এমন কিছু বান্দা সৃষ্টি করেছি যাদের শক্তির সাথে মোকাবিলা করার কেউ নেই।
সুতরাং আপনি আমার বান্দাদেরকে নিয়ে "তুর" পাহাড়ে সংরক্ষন করুন।
(সহীহ মুসলিম ৪র্থ খন্ড হা/২৯৩৭................................................)।
চলমান......।