'আসসালামু 'আলাইকুম'
সাহাবী নাওয়াস ইবন সামআন (রাঃ) বলেন, একদা রসুল (সঃ) দাজ্জাল সম্পর্কিত আলোচনা করতে গিয়ে বলেন, "আমি তোমাদের মধ্য বিদ্যমান থাকা অবস্থায় যদি সে আবির্ভূত হয় , তাহলে আমি তোমাদের ব্যতিরেকেই তার সাথে দলীল প্রমানের মাধ্যমে মোকাবেলা করব। আর যদি আমার অবর্তমানে তার আবির্ভাব ঘটে তাহলে তখন তোমরা প্রত্যেকেই দলীল প্রমানের দ্বারা তার সাথে মোকাবেলা করবে। এমতবস্থায় অল্লাহতা'য়ালা আমার পরিবর্তে প্রত্যেক মুসলমানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন।
রসুল (সঃ) দাজ্জালের আকৃতিক পরিচয়ে বলেন , সে হবে একজন যুবক, মাথার চুলগুলি হবে কোকড়ান ও ফোলা চক্ষুবিশিষ্ট। অন্য বর্ননায় আছে তার বাম চোখ হবে কানা। নাবী (সঃ) বলেন , আমি তাকে
আব্দুল উযযা ইবন কাত্বানের সদৃশ বলতে পারি। সুতরাং তোমাদের মধ্যে
যার সাথেই তার সাক্ষাৎ হবে সে যেন তার সামনে সূরা কাহাফ এর প্রারম্ভের আয়াতগুলি তেলাওয়াত করে। আরেক বর্ননায় আছে, সে যেন
সূরা কাহাফের প্রথম অংশ হতে পাঠ করে। কারন এই আয়াতগুলি তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবে। সে সিরিয়া ও
ইরাকের মধ্যবর্তী পথ হতে আর্বিভূত হবে। পথ অতিক্রমের সময় সে তার ডানে ও বামে উভয় পার্শ্বের অঞ্চল সমূহে ধ্বংসাত্মাক বিভ্রান্তি ছড়াবে।
রসুল (সঃ) বলেন, হে আল্লাহর বান্দারা! তোমরা সে সময় দ্বীনের প্রতি অটল থাকবে। (রাবী বলেন) আমরা বল্লাম, হে আল্লাহর রসুল (সঃ) সে কতদিন পৃথিবীতে অবস্থান করবে? উত্তরে তিনি বললেন, চল্লিশ দিন।
তবে তখনকার একদিন হবে এক বছরের সমান। অতঃপর একদিন হবে একমাসের সমান। অতঃপর একদিন হবে এক সপ্তাহের সমান।আর তার পরবর্তী দিনগুলি হবে তোমাদের মাঝে বিদ্যমান সাধারণ দিনগুলির সদৃশ। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল (সঃ) এক বছর সমপরিমান দিনে আমাদের জন্য সাধারণ দিনের সলাত আদায় করাই আমাদের জন্য যথেষ্ট হবে কী? তদুত্তরে তিনি বলেন, না বরং এই সাধারণ দিনের মত একদিন পরিমান হিসাব করে সলাত আদায় করতে হবে।
অতঃপর আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল (সঃ) পৃথিবীতে
তার বিচরনের গতি কি পরিমান দ্রুত হবে? তিনি বললেন, সেই মেঘমালার ন্যায় যার পশ্চাতে প্রবল বাতাস রয়েছে। অতঃপর সে কোন এক সম্প্রদায়ের নিকট আগমন করবে এবং তাদেরকে তার আনুগত্যের প্রতি আহবান জানাবে। লোকেরা আহবানের পরিপ্রেক্ষিতে তার প্রতি ঈমান আনবে। তখন সে আসমানকে নির্দেশ দিলে আসমান পানি বর্ষন করবে,
এবং যমীনকে নির্দেশ দিলে যমীন শস্য-ফসলাদী উৎপাদন করবে। সেই
সম্প্রদায়ের গবাদি পশুগুলি (চারণভূমি হতে) যখন সন্ধ্যায় প্রত্যাবর্তন করবে তখন উচ্চ কুঁজ বিশিষ্ট, স্তন ভর্তি দুধ ও পেটপূর্ণ অবস্থায় ফিরবে।
অতঃপর দাজ্জাল অন্য এক সম্প্রদায়ের নিকট এসে তার অনুসরনের আহবান জানাবে কিন্তু তারা তার আহবান প্রত্যাখান করবে। তখন ঐ
সম্প্রদায়ের লোকেরা মহা দুর্ভিক্ষায় পতিত হবে। ফলে তাদের নিকট কোন প্রকার ধন সম্পদ থাকবে না। অতঃপর সে জনবসতিশূন্য অনাবাদী এক বিরাণভূমি অতিক্রম করবে এবং এই ভূমিকে উদ্দেশ্য করে বলবে, তোমার অভ্যন্তরে গুপ্ত যে সমস্ত ধন সম্পদ আছে তা উপস্থিত কর। তারপর উক্ত ভূমির ধন-সম্পদ তার পশ্চাতে এমনভাবে ছুটতে থাকবে, যেমন ভাবে মৌমাছির দল তাদের নেতৃত্বশীল মৌমাছির পশ্চাদ্বাবন করে।
অতঃপর দাজ্জাল এক তরুণ যুবককে তার আনুগত্যের প্রতি আহবান করবে কিন্তু যুবক তার দাওয়াত প্রত্যাখান করবে ফলে দাজ্জাল তাকে
তরবারি দ্বারা দ্বিখন্ডিত করে উভয় খন্ডকে এমনি দূরে নিক্ষেপ করবে যে, একটি নিক্ষিপ্ত তীরের সমপরিমান উভয় খন্ডের মাঝে দূরতম ব্যবধান হবে। অতঃপর সে খন্ডদ্বয়কে তার নিকটে ডাকলে পুনজীবিত হয়ে দাজ্জালের সামনে উপস্থিত হবে। এমতবস্থায় তার মুখমন্ডল হাস্যোজ্জ্বল
হবে।
চলমান.......................।