অনেক বছর আগের কথা।
মাস্টার্স করার সময় নুতন একটা বন্ধু জুটে গেল। ওর নাম শফিক।
খুব বেশী কথা বলত যে তা নয়, তবে আমার মত নিঃরস একটা
ছেলের সাথেও কেমন জানি মানিয়ে নিল। জানিনা বন্ধু কেমন আছ,
হঠাৎ করে তোমার কথাটাই কেন জানি মনে পড়ে গেল। আর শফিকের কথা মনে পড়লেই ওর ধাধাঁটার কথাও সাথে সাথে মনে পড়ে যায়।
আমাদের অর্থনীতি বিভাগের সামনে দাড়িয়ে কথা বলছি, কথার এক ফাকে শফিক আমার কাছে একটা ধাধাঁ জিজ্ঞেস করল। ধাধাঁটি ছিল এরকম.."২২ বছরের এক মোরগ বিয়ে করেছে ১৫ বছরের এক মুরগীকে,
বিয়ের সালটি ছিল ৬৫২, এ বিয়ের সাক্ষী ছিল ০,কিন্তু কোন কারনবশতঃ বিয়েটি ৪ বছরের বেশী টিকলনা , অর্থাৎ ৪ বছরের মাথায় তাদের তালাক
হয়ে গেল।"
এখন শফিকের প্রশ্নটি হচ্ছে তাদের তালাক বা ছাড়াছাড়ি কেন হল?
শফিক ধাধাঁটি বলছিল আর ওর হাতের ক্যালকুলেটরটি দিয়ে ধাধাঁটি
এভাবে আমার সামনে তুলে ধরেছিল-
(22150652/4=5537663)।
প্রিয় পাঠক উত্তরটা ভাগফলের মধ্যেই লুকানো আছে। কিন্তু সেদিন আমি উত্তরটা দিতে পারিনি। অবশ্য বন্ধু শফিকই আমাকে পরে উত্তরটা বলে দিয়েছিল। যাইহোক সময়ের পরিবর্তনের সাথে সাথে দেখলাম
ক্যালকুলেটরের এরকম ধাধাঁ শুধু একটা না অসংখ্য পরিমান। কিন্তু সেদিনের এই ধাধাঁটির স্মৃতি আজও ভুলিনি।কারনটা হয়ত শফিকের উপস্হাপনের কারনে অথবা ওকে ভালো লাগত সেকারনে অথবা অকারনেই।
প্রিয় পাঠক, সকলের জন্য আমার এ লেখাটা নয়। শুধুমাত্র তাদের জন্য,
যারা সেদিনের আমার মত। উত্তরটা জানা থাকলে জানাবেন অথবা জানার
প্রয়োজন থাকলে বলবেন।