বেসুরো বেহালা দিগন্তের ওপারে পড়ে থাকে
সে আজ বাতিল, পরিত্যাক্ত হয়তো তাই
জঞ্জালের স্তুপে তার হয়েছে শেষ ঠাঁই
সে আর ফিরবে না জানি, সুরের জগতে তার
নেই আর কোন প্রয়োজন
হারিয়েছে নাম পরিচয়, মুছে গেছে নিজস্ব ঠিকানা।
তবু আমি তাকে খুঁজে ফিরি
একান্ত নিষ্ঠায় মনে মনে বাঁধি সুর
হারানো স্মৃতিময় দিন
কেবলই তাড়িয়ে বেড়ায় কেবলই মনের গহীনে
পুরনো সেই সুর বাজে
বাতিল জঞ্জাল বলে পরিত্যাক্ত যে
সে তো মন থেকে মোছে না কিছুতে।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ সকাল ১১:৫৪