এই রাতের অন্ধকারে তোর চেহারা দেখছিনা
তবে তোর নিঃশ্বাসটা বিঁধছে ঠিক আমার কাধটায়,
সারা শরীর জুড়ে বইছে
তোর অস্তিত্বের শিহরণ।
তোর চুলগুলো উড়ছে আমার চোখেমুখে,
এক দীর্ঘ নিঃশ্বাস ভরা গন্ধ
যেন পৌছে গেছে হৃদপিন্ডের প্রকোষ্ঠ গুলোতে,
সর্বদা এক ধুক ধুক তোর গালে লেগে থাকা আমার বুকটাতে।
অন্ধকারে তোর ফিসফিস যেন মনে হয়
রবি ঠাকুরের অপ্রকাশিত কবিতা তোর একচ্ছত্র মালিকানা।
তুই হাসিস আমার ঠোট গুলোতে
আধার রাতে সবাই ঘুমোলে,
আমি জেগে থাকি প্রতি রাতে
তোর ছোয়া আমার চোখে ঠোটে গালে লাগিয়ে।।।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ৯:২২