লক্ষীটি,
ভাবছি তোকে আর তুই করে বলবনা,
ভদ্র লোকেদের সমাজে তোর সংজ্ঞায়ন "তুই" দিয়ে হয়না।
তাই বলে ভেবনা মাঝ রাস্তায় আমি আর তোমার খোপা ধরে টানবনা,
আমার ভালবাসা এ সমাজের কাছে অচেঁনা।
দিনের শেষ অন্ধকারে তাদের সামনেই আমি তোমার ঠোট ছোবনা,
তবে সোনামাখা রোদ্দুরের বিকেলে চায়ের কাপের শেষ চুমুকে তোমার ছোয়া ছাড়া আমার চলবেনা।
এ সমাজ মনে করে
মাঝরাতে তোমার আমার ভালবাসা বিবস্ত্র হয় মুঠোফোনে অন্ধকার ঘরে,
তাদের অনেকেই জানেনা মাঝ রাতের উপাখ্যানে থাকে তোমার আমার স্মৃতিতে ঘেরা বেশ কিছু মুহূর্তের অনুরণন।
তোমার হাতের আংগুল ধরায়
তারা আমার মাঝে খুজে ফেরে বুনো পাশবিকতা,
আমি সহস্র রাত আগে তোমার হাতের ভাঁজে মুখ লুকিয়েছিলাম
কাব্যটা তাদের আর পড়া হয়না।
এ সমাজ নাই বা বুঝলো তোমার আমার সাহিত্য
শহরের শেষটায় না হয় শুরু হবে আবার তোমার আমার কাব্য।।।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯