বিধ্বস্ত শহরের মানচিত্রে কিছুটা সবুজ আকড়ে ধড়েছিলাম আমি,
ঠিক যেন সমাজের চোখে বাড়ন্ত কিশোরীর নাজুক অঙ্গে অপ্রকাশিত চুম্বনের পুনরাবৃত্তি।
অরন্যের সবুজে এক হওয়া হাজারো কবিতার বয়ঃসন্ধি যে নারী,
সে চিরহরিৎের ডালে বালক পাখীর ঢাকে গান গেয়ে যাওয়া স্বপ্ন বিম্বধারী।
ভোরের কুয়াশায় ভিজে যাওয়া সিক্ত সবুজ আর রজকীনীর সিক্ত দেহে লেগে থাকা চুলে
শরতের নীলাম্বরী মুখ লুকোয় শীতের চাদরে- আহত যোদ্ধার প্রশস্ত বক্ষে।
অক্ষিপটে সবুজ ধরা পরে রমনীর গালে সূর্যালোকে ভরা যৌবনে,
সবুজ হারিয়ে যায় জৈবিক চাহিদায় মাথানত করে, যৌবন নিঃস্বরণে।
সবুজে সবুজে আমি হারিয়ে যাব সবুজের সূর্যোদয়ে,
চেনা পৃথিবী থেকে অনেক দূরে - সবুজের সূর্যাস্তে।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০